X
মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪
১০ বৈশাখ ১৪৩১

যে কারণে অবৈধ পথে মোবাইল ফোন বেশি আসছে

হিটলার এ. হালিম
১২ ফেব্রুয়ারি ২০২২, ১০:০০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২২, ১০:০০

দেশে বৈধ পথের পাশাপাশি অবৈধ পথেও আসছে মোবাইল ফোন।  সেই ফোনের সংখ্যা নেহায়েত কম নয়। দেশে বিক্রি হওয়া মোট মোবাইলের ৩০ থেকে ৩৫ শতাংশ। অবৈধ পথে দেশে আসা মোবাইলের এই বাজারকে বলা হয় গ্রে মার্কেট। কিছুদিন আগেও যা খুব একটা বড় ছিল না। সম্প্রতি আবার বাড়তে শুরু করেছে গ্রে মার্কেটের পরিসর।

মোবাইল বাজার সংশ্লিষ্টরা বলছেন, মোবাইল ফোনের রেজিস্ট্রেশনের সময় দেশে অবৈধ পথে মোবাইল ফোন আসার পরিমাণ কমে গিয়েছিল। হ্যান্ডসেটের রেজিস্ট্রেশন প্রক্রিয়া বন্ধ হয়ে যাওয়ার পর আবারও বাড়তে শুরু করে।

এখনও মোবাইল ফোনের রেজিস্ট্রেশন হচ্ছে, তবে সেটা স্বয়ংক্রিয়ভাবে। যেকোনও (বৈধ ও অবৈধ) ফোন চালু করলেই স্বয়ংক্রিয়ভাবে তা সেটসহ আইএমইআই ডাটাবেজে (ইন্টারন্যাশনাল মোবাইল ফোন ইকুইপমেন্ট আইডেন্টিটি) নিবন্ধিত হয়ে যাচ্ছে।

রাজধানীতে কিছুদিন আগে অনুষ্ঠিত হওয়া স্মার্টফোন ও ট্যাব মেলার উদ্বোধন শেষে মোবাইল ফোন সংশ্লিষ্টরা গ্রে মার্কেট নিয়ে তাদের উদ্বেগ, উৎকণ্ঠার কথা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীকে জানান। মন্ত্রী তখন বলেন, বিষয়টি সম্পর্কে তিনি অবগত। সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বিষয়টি দেখবেন বলেও জানান।

বাজার সংশ্লিষ্টরা জানান, দেশে প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত মোবাইল ফোনের বিক্রি কম থাকে। অন্যদিকে মহামারিও বাজারের গতি কমিয়ে দিয়েছে ঢের।

মার্চ থেকে বাজার স্বাভাবিকভাবেই ভালো হতে শুরু করে। দুই ঈদের বিক্রিতে ব্যবসায়ীরা সাধারণত ক্ষতি পুষিয়ে নেন। কিন্তু গ্রে মার্কেট বড় হওয়াতে চ্যানেল পণ্যের বিক্রি কমবে বলে তাদের আশঙ্কা।

এ বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গ্রে মার্কেটের ইস্যুটা আমরা বুঝি। কিন্তু আমরা দেখলাম রেজিস্ট্রেশনের সময় বেশিরভাগ ক্ষেত্রেই জনগণকে হয়রানির শিকার হতে হয়েছে। প্রবাসীরা দেশে আসার সময় একটা দুটো করে ফোন নিয়ে আসেন। তারা এ দেশে সেই মোবাইল সেট চালু করতে গিয়ে বিড়ম্বনায় পড়েন। আমরা মানুষের ভোগান্তি বাড়াতে চাইনি। আমরা চেয়েছি মোবাইল সেট চালু হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হয়ে যাবে। আইএমইআই ডাটাবেজেও নম্বরটি সংরক্ষিত হবে। এজন্য নিবন্ধনের বিষয়টি তুলে দেওয়া হয়। এই সুযোগে হয়তো কিছু সেট বিভিন্নভাবে দেশে ঢুকছে।’

তিনি আরও বলেন, দেশে অবৈধভাবে যেসব মোবাইল সেট ঢুকছে সেগুলো কাস্টমস দেখবে, সীমান্তরক্ষীরা দেখবে। এখানে রাজস্ব বোর্ডের (এনবিআর) ভূমিকা রাখা জরুরি। আমরা বিভিন্ন সময় পদক্ষেপ নিচ্ছি। মাঝে মাঝে অভিযানও পরিচালনা করছি। 

দেশের মার্কেটগুলোতে বৈধ পথে আসা (চ্যানেল প্রোডাক্ট) এবং অবৈধ পথে আসা (নন চ্যানেল বা গ্রে প্রোডাক্ট) দুইই পাওয়া যায়।  দাম কম হওয়ায় অনেক ক্রেতাই নন চ্যানেল পণ্য কিনতে আগ্রহী হন। অনেক সময় এসব ফোনে সমস্যা হয়, আবার হয়ও না। নন চ্যানেল পণ্য যারা বিক্রি করেন তারাও মাঝে মাঝে ওয়ারেন্টি দেন। বিক্রেতারা বলেন, চ্যানেল পণ্যে অনেক সুযোগ-সুবিধা পান ক্রেতারা। নন চ্যানেল পণ্য পান কম দামে। এ কারণে দিনে দিনে আবার নন চ্যানেল পণ্য কেনার হার বাড়ছে। বাজারটা বড় হতে হতে এখন ৩৫ শতাংশে গিয়ে ঠেকেছে। এতে কমছে এ খাতের রাজস্ব। কারণ নন চ্যানেলে আসা পণ্যে সরকার কোনও রাজস্ব পায় না।

এ প্রসঙ্গে বাংলাদেশ মোবাইল ফোন ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমপিআইএ) সাধারণ সম্পাদক জাকারিয়া শাহীদ বলেন, ‘দেশে আশঙ্কাজনক হারে বড় হচ্ছে গ্রে মার্কেট। সরকার হ্যান্ডসেটের রেজিস্ট্রেশন চালুর পর এই বাজার ১০ শতাংশের নিচে নেমে গিয়েছিল। এখন তো আগের অবস্থানকেও ছাড়িয়ে গেছে।’

তিনি আরও জানান, দেশে বছরে তিন থেকে সাড়ে তিন কোটি মোবাইল ফোন বিক্রি হয়। বৈধপথে আসা এবং দেশে উৎপাদিত মোবাইলের সঙ্গে এই সংখ্যা যোগ করলে তা আরও বেশি হতো।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন মোবাইল ফোন আমদানিকারক বলেন, ‘এমনিতে মোবাইল ফোনের বাজার খারাপ যাচ্ছে কয়েক মাস ধরে। আগামী মাস থেকে বাজার ভালো হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু গ্রে মার্কেট সেটা হতে দেবে না। এই মার্কেট শক্তিশালী হলে আমরা যারা বৈধপথে মোবাইল ফোন নিয়ে আসি তাদের বিক্রি কমে যায়। অবৈধ মোবাইল ফোনের সংখ্যা কমে যাওয়ার সময় আমাদের বিক্রিও বেড়েছিল। ওতে আমরা করোনাকালের ধাক্কা কাটিয়ে উঠতে পেরেছিলাম।’

/এফএ/
সম্পর্কিত
প্রতিদিন খোয়া যাচ্ছে সহস্রাধিক মোবাইল, উদ্ধারে আগ্রহ কম পুলিশের
এক মাসের ব্যবধানে ১১১টি মোবাইল ফোন উদ্ধার
কয়েক সেকেন্ডে পাল্টে ফেলা হয় ছিনতাই করা মোবাইলের আইএমইআই
সর্বশেষ খবর
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ঘুষ মামলায় আদালতের আদেশ লঙ্ঘন, ট্রাম্পের শাস্তি চান প্রসিকিউটররা
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
ইয়াবাসহ ইউপি চেয়ারম্যানের ছোট ভাই গ্রেফতার
‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
রানা প্লাজার ভুক্তভোগীর আক্ষেপ‘কত সাহায্য চাওয়া যায়? আমাকে এখন দেহ ব্যবসা করার কথাও বলে’
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
আজকের আবহাওয়া: তাপমাত্রা আরও বাড়ার আভাস
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
মাতারবাড়ি ঘিরে নতুন স্বপ্ন বুনছে বাংলাদেশ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
সকাল থেকে চট্টগ্রামে চিকিৎসাসেবা দিচ্ছেন না ডাক্তাররা, রোগীদের দুর্ভোগ
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান