রাজধানীতে সোমবার (২৬ মে) সকাল থেকে আকাশ ছিল পরিষ্কার। তাপমাত্রাও ছিল বেশি। এরপর দুপুর থেকে তাপমাত্রা কমতে থাকে ও আকাশ হয়ে যায় মেঘলা। বেলা তিনটা নাগাদ অন্ধকার হয়ে যায় রাজধানীর আকাশ। এরপর বিভিন্ন এলাকায় থেমে থেমে শুরু হয় মুষলধারে বৃষ্টি। আর কিছু এলাকায় কালো মেঘে ঢেকে গেলেও এখনো বৃষ্টির দেখা মেলেনি।
রাজধানীর ধানমন্ডি, পান্থপথ, কারওয়ান বাজার, বাংলামোটর, কাকরাইল, পুরানা পল্টন, বেইলি রোড, শান্তিনগর, মালিবাগ, মগবাজার, মিরপুর, শ্যামলিসহ বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি নামতে থাকে। আগামীকালও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানায়, দক্ষিণ-পশ্চিম মৌসুমীবায়ু বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে এবং আরও অগ্রসর হওয়ার অনুকূল পরিবেশ রয়েছে। মঙ্গলবার (২৭ মে) মধ্যে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
সোমবার (২৬ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টি হতে পারে।