X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ব্ল্যাক জ্যাং সোহান!

হাসনাত নাঈম
২৪ মে ২০১৭, ২১:২০আপডেট : ২৪ মে ২০১৭, ২১:২৯

ব্ল্যাক জ্যাং সোহান! হিপ হপ সঙ্গীত বর্তমানে বেশ জনপ্রিয়। হিপ হপে র‌্যাপিং, ডিজেইং, সিন্থিসিস ও বিটবক্সিং নামের চারটি মূল ধারা রয়েছে। ১৯৭০-এর দশকে নিউইয়র্ক সিটির সাউথ ব্রনক্স এলাকায় হিপ হপ শুরু হয়। র‌্যাপকে হিপ হপ-এর প্রতিশব্দ হিসেবে দেখা হলেও আসলে হিপ হপ বলতে একটা পুরো সংস্কৃতির চর্চাকে বোঝায়। বিদেশ ছাড়িয়ে বর্তমানে বাংলাদেশেও চলছে এই সংস্কৃতির চর্চা। এই হিপ হপের র‍্যাপিং নিয়ে গত ৮ বছর যাবৎ বাংলাদেশে  কাজ করছেন আসিফুল ইসলাম সোহান। শুধু দেশেই নয়, বিদেশের মাটিতে দেশের হয়ে র‌্যাপিং করেছেন তিনি। হিপ হপ জগতে তিনি পরিচিত 'ব্ল্যাক জ্যাং' নামে।

ছোটবেলা থেকে কমিস পড়া শখ আর ছিল কল্পনার জগতে হারিয়ে যাওয়া। বড় হওয়ার সঙ্গে সঙ্গে কল্পনা কাজে লাগান লেখার মাধ্যমে। স্নাতক শেষ তিনি চিন্তা করেন তার জীবনের প্রধান ফোকাস হবে আর্টস অ্যান্ড ক্রিয়েটিভিটি। সেই থেকে মনযোগী হন গান লেখা ও বানানোতে।

তিনি আট বছর যাবৎ কাজ করছেন র‌্যাপিং নিয়ে। তার একটি ব্যান্ডও আছে 'আপ-টাউন লোকজ' নামে। তার প্রথম অ্যালবাম রিলিজ হয় ২০০৯ সালে ডেড লাইন লেভেলের আন্ডারে। এছাড়াও অনেক ভিডিও প্রকাশ করা হয়েছে ইউটিউবে।

২০১৫ সালে ইউএস স্টেট ডিপার্মেন্ট থেকে তিনি আমন্ত্রণ পান নেক্সট লেভেলের কালচার একচেঞ্জ নামক অনুষ্ঠানে। সেখানে বাংলাদেশসহ আরো পাঁচটি দেশ থেকে র‌্যাপিং করতে আসে শিল্পীরা। অনুষ্ঠান শেষে তিনি বাংলাদেশের জাতীয় পতাকা হাতে আল জাজিরা টেলিভিশনে সাক্ষাৎকারও দিয়েছিলেন। আর এই বছর ২০১৭ সালে গিয়েছেন লন্ডনে। লন্ডনের সাইথ ব্যাংক সেন্টার থেকে তাকে আমন্ত্রণ জানানো হয় 'ডিক্স উইথআউট বাউন্ডারি' নামক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সেখানে বাংলাদেশসহ শ্রীলংকা, ইন্ডিয়া ও আফগানিস্থান থেকে শিল্পীরা অংশগ্রহণ করেছে।

ব্ল্যাক জ্যাং সোহান!

বাংলাদেশে হিপ হপ সম্পর্কে তিনি জানান, আমাদের দেশে নতুন কিছু পর্যবেক্ষণ করতে আমরা বেশ সময় নিই। কিন্তু একবার যদি সেই পর্যবেক্ষণটা ভালো লেগে যায়, তবে সেটাই আমরা গ্রহণ করি। বর্তমানে আগের চেয়ে বাংলাদেশে গ্রহণ যোগ্যতা বেড়েছে হিপ হপ সঙ্গীতের। শুধু ঢাকাতে নয়, ঢাকার বাইরে নারায়গঞ্জ, কুমিল্লা, বরিশাল, রাজশাহী, সিলেট ও খুলনাতেও রয়েছে হিপ হপের বড় একটা অংশ।

নতুনদের উদ্দেশ্যে তিনি বলেন, হিপ হপে পড়াশোনাটা খুবই গুরুত্বপূর্ণ। যতবেশি হিপ হপ নিয়ে অধ্যয়ন করবে, ততবেশি জানবে। আর যখনই একটি বিষয় নিয়ে জানবে তখনই ভালো কিছু করতে পারবে।

আসিফুল ইসলাম সোহান (ব্ল্যাক জ্যাং) বিবিএ স্নাতক শেষ করেছেন তিতুমীর কলেজ থেকে। বর্তমানে র‌্যাপিং এর পাশাপাশি কালার্স এফএম রেডিওতে 'হুইচ প্ল্যানেট হিপ হপ' নামক একটি অনুষ্ঠানে হোষ্ট হিসেবে কাজ করছেন। বর্তমানে এটিই বাংলাদেশে প্রথম হিপ হপ সঙ্গীতের রেডিও অনুষ্ঠান।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
পদত্যাগ করে বৈষম্যবিরোধী নেতা লিখলেন ‘পদ ছেড়েছি প্রেম নয়’
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সভাপতিত্বের দায়িত্ব পেলো পাকিস্তান
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
মুন্সীগঞ্জের সাবেক এমপি ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি