X
শনিবার, ০১ এপ্রিল ২০২৩
১৮ চৈত্র ১৪২৯

যেখানে বিনামূল্যে ইফতার করেন হাজার মানুষ

জুবলী রহমত
০১ মে ২০২২, ২২:২২আপডেট : ০১ মে ২০২২, ২২:২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে রমজান মাসে প্রতিদিন বিকেলে একটি দৃশ্য নিয়মিত দেখা যাচ্ছে। দৃশ্যটি মধুর ক্যান্টিনের আর বাকি মাসগুলোর মতো নয়। মধুর ক্যান্টিনের সামনে সারি সারি চেয়ারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী সহ নানান শ্রেণি পেশার মানুষ উৎসাহ নিয়ে অপেক্ষা করছেন ইফতারের জন্য। আর একদল শিক্ষার্থী ব্যস্ত অপেক্ষাকৃত মানুষদের হাতে তাদের ইফতার পৌঁছে দেওয়ার জন্য। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, একদম বিনামূল্যেই সবার হাতে হাতে পৌছে যাচ্ছে এই ইফতার।

 

যেখানে বিনামূল্যে ইফতার করেন হাজার মানুষ


বাংলাদেশ ছাত্রলীগ গত বছর লকডাউনের সময় প্রথম শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগ গ্রহণ করলেও তা শুধুমাত্র শিক্ষার্থীদের মাঝেই সীমাবদ্ধ ছিল। এবার সেই সীমাবদ্ধতা ছাপিয়ে উদ্যোগটি সাধারণ মানুষের  ভরসার জায়গায় পরিণত  হয়েছে। প্রতিদিন প্রায় ১ হাজার মানুষ একসঙ্গে  ইফতার করছেন এখানে। 

ইফতার বিতরণ কর্মসূচির উদ্যোক্তা বাংলাদেশ ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন শাহেদ বলেন, করোনার সময় থেকে গত দু বছর ধরে আমরা কার্যক্রমটা করছি ঢাকায় অবস্থান করা শিক্ষার্থীদের জন্য। সারাদিন পড়ালেখা করে শিক্ষার্থীদের দিনশেষে যেন ইফতার নিয়ে কোনও চিন্তা না করতে হয়। তারা যেন লাইব্রেরি থেকে পড়াশোনা শেষ করে মধুর ক্যান্টিন থেকে ইফতার করে রুমে ফিরে যেতে পারে। এবার সেই ধারাবাহিকতায় মনে হয়েছে সাধারণ মানুষের জন্যও আয়োজনটা করি।'

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী  সাদিক সোহাগ বলেন, 'একদিন ইফতারের শেষ মুহূর্তে ক্যাম্পাসে ফেরার  পর যখন ইফতার কেনার মতো সময় নেই, তখন একজন আমাদের মধুর ক্যান্টিনের সামনে ইফতার করতে বললেন। প্রথমে খুব দ্বিধাবোধ করলেও পরে তাদের আপ্যায়নে আমরা এতোটাই মুগ্ধ হয়েছি যে ক্যাম্পাসে আসলেই আমরা দলবল নিয়ে চলে যাই মধুর ক্যান্টিনে ইফতার করতে।'

ব্যবসার কাজে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়  প্রতিদিনই কেরানীগঞ্জ থেকে আসেন ব্যবসায়ী খাইরুজ্জামান। কাজ শেষ করে প্রতিদিনই মধুর ক্যান্টিন  থেকে ইফতার শেষ করেই আবার কর্মস্থলের দিকে রওনা দেন৷ তিনি বলেন, 'আমার মতো যারা দূর থেকে কাজের উদ্দেশ্যে আসেন, তাদের জন্য এই আয়োজনটি আশীর্বাদস্বরূপ। 

 

কাকফাটা রোদ হোক কিংবা কাল বৈশাখি ঝড় কিন্তু এর মাঝেও আয়োজনের কোনো ঘাটতি থাকেনা। প্রতিদিন ই সময় মতো হয়ে থাকে বিশাল এই আয়োজনের ব্যবস্থা।  পুরান ঢাকার বাদামতলি থেকে ধানমন্ডির স্টার কাবাব। সব জায়গার বিভিন্ন মুখরোচক খাবার দিয়ে সাজানো থাকে ইফতারের এই আয়োজন।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোহামেডানের জয়ের দিনে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব
মোহামেডানের জয়ের দিনে ব্যাটে-বলে ব্যর্থ সাকিব
ডেসকোতে চাকরির সুযোগ, আবেদনের বাকি ৩ দিন
ডেসকোতে চাকরির সুযোগ, আবেদনের বাকি ৩ দিন
ওষুধ প্রতিনিধিদের বিষয়ে সতর্ক করলো বিএসএমএমইউ
ওষুধ প্রতিনিধিদের বিষয়ে সতর্ক করলো বিএসএমএমইউ
দিনে ৫টি গরুর মাংস বিক্রি করেন কালু, কেজি ৫৮০ টাকা
দিনে ৫টি গরুর মাংস বিক্রি করেন কালু, কেজি ৫৮০ টাকা
সর্বাধিক পঠিত
চাকরি জীবনের প্রথম কাজে আসিফ পাস!
চাকরি জীবনের প্রথম কাজে আসিফ পাস!
প্রথম আলোর বিতর্কিত প্রতিবেদনটি মহান স্বাধীনতাকে হেয় করার শামিল: এডিটরস গিল্ড
প্রথম আলোর বিতর্কিত প্রতিবেদনটি মহান স্বাধীনতাকে হেয় করার শামিল: এডিটরস গিল্ড
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি
সরকারি চাকরির বড় নিয়োগ বিজ্ঞপ্তি
ঢাবির ইতিহাসে প্রথম ট্রান্সজেন্ডার শিক্ষার্থী অঙ্কিতার গল্প
ঢাবির ইতিহাসে প্রথম ট্রান্সজেন্ডার শিক্ষার্থী অঙ্কিতার গল্প
আপনারা সাকিবকে এনওসি দিতে পারেন, আমরা দেইনি: পাপন
আপনারা সাকিবকে এনওসি দিতে পারেন, আমরা দেইনি: পাপন