X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

একুশে বইমেলার বিশেষ অতিথি শঙ্খ ঘোষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০১৯, ১৭:২০আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০৮:৪৯

কবি শঙ্খ ঘোষ ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে এবার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি শঙ্খ ঘোষ। বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। বর্ষীয়ান এই কবি একুশে বইমেলার এবারের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। একুশে বইমেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশিষ্ট ভারতীয় বাঙালি কবি ও সাহিত্য সমালোচক শঙ্খ ঘোষ একজন রবীন্দ্র বিশেষজ্ঞও। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে ‘মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে’, ‘এ আমির আবরণ’ ও ‘উর্বশীর হাসি’।
মেলায় কবির উপস্থিত থাকার বিষয়ে বাংলা একাডেমির মহাপরিচালক জানান, কবি শঙ্খ ঘোষ আসবেন বলে আমাদের জানিয়েছেন। এছাড়া একজন মিশরীয় লেখক অনুবাদকের আসার বিষয়েও কথা চলছে। আমরা রবিবার (২০ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত জানাতে পারবো। মিশরীয় এই অনুবাদক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও শেখ হাসিনার বই আরবি ভাষায় অনুবাদ করেছেন।
শঙ্ঘ ঘোষের জন্ম ৬ ফেব্রুয়ারি, ১৯৩২। তার প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। যাদবপুর, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যে অধ্যাপনা করেছেন। ‘এই তো জানু পেতে বসেছি, পশ্চিমে/আজ বসন্তের শূন্য হাত/ধ্বংস করে দাও আমাকে যদি চাও/আমার সন্ততি স্বপ্নে থাক’ বাবরের প্রার্থনা কাব্যগ্রন্থটির জন্য তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাহিত্য পুরস্কার ‘সাহিত্য একাডেমি’ পদক লাভ করেন।
শঙ্খ ঘোষ ১৯৫১ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বাংলায় স্নাতক এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি বঙ্গবাসী কলেজ, সিটি কলেজ, যাদবপুর বিশ্ববিদ্যালয়সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ১৯৯২ সালে অবসর নেন। মহান একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রতিবছরই বিশিষ্ট ব্যক্তিকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। এবারও একাধিক বিদেশি অতিথি উপস্থিত থাকবেন।

/ইউআই/ওআর/
সম্পর্কিত
৩৪তম নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা শুরু ২৩ মে
বইমেলা: হিসাব মিলেছে ২০ কোটি টাকার, আনুমানিক বিক্রি ৪০ কোটি
সাঙ্গ হলো প্রাণের মেলা
সর্বশেষ খবর
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
হোসেনি দালান: কারবালার শহীদদের প্রতীকী নিদর্শন
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৬ জুলাই, ২০২৫)
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল