X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ভারতে ইসলাম গ্রহণ করছে দলিত সম্প্রদায়ের ৩ হাজার মানুষ

বিদেশ ডেস্ক
২৯ ডিসেম্বর ২০১৯, ১৭:৪৭আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৯, ১১:১৬
image

বৈষম্যের অভিযোগ এনে ভারতের তামিলনাড়ু রাজ্যে দলিত সম্প্রদায়ের প্রায় ৩ হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়েছে। গত রবিবার (২১ ডিসেম্বর) রাজ্যের কোয়েম্বাটোর জেলার মেত্তুপালায়ম শহরে এক বৈঠক শেষে এ ঘোষণা দেওয়া হয়। ‘তামিল পুলিগাল’ নামে দলিতদের এক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, ২০২০ সালের ৫ জানুয়ারি থেকে তারা আনুষ্ঠানিকভাবে মুসলিম হবে। এর আগে গ্রাম্য প্রভাবশালীর দেওয়া প্রাচীর ধসে নিহত ১৭ দলিতের বিচার চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে সংগঠনটি। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, বিচার না পেয়ে তারা এ সিদ্ধান্ত নিয়েছে।

ভারতে ইসলাম গ্রহণ করছে দলিত সম্প্রদায়ের ৩ হাজার মানুষ

সংবাদমাধ্যম নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২ ডিসেম্বর তামিলনাড়ুর মেত্তুপালায়ম শহরে অতিবৃষ্টিতে একটি প্রাচীর ধসে যায়। ওই ঘটনায় দলিত সম্প্রদায়ের ১১ নারী ও তিন শিশুসহ ১৭ জন নিহত হয়। অভিযোগ উঠেছে, দলিতরা যেন জমিতে প্রবেশ না করতে পারে সে জন্য ওই প্রাচীর নির্মাণ করেছিলেন স্থানীয় প্রভাবশালী এক ব্যক্তি। দায়িত্বে অবহেলার অভিযোগে তাকে গ্রেফতার করা হলেও পরে তিনি জামিনে মুক্তি পান। এর জের ধরে আন্দোলনে নামে ‘তামিল পুলিগাল কাতচি’ নামের ওই সংগঠন। এক পর্যায়ে সংগঠনের সভাপতি নাগাই তিরুভল্লুয়ানকে গ্রেফতার করে জেলে পাঠানো হয়। তিনি জামিন আবেদন করলেও তা নামমঞ্জুর করেন আদালত। 

‘তামিল পুলিগাল কাতচি’র সাধারণ সম্পাদক এম ইলাভেনিল বলেন, ‘আমরা দশকের পর দশক ধরে বৈষম্যের শিকার হয়ে আসছি। তাই সিদ্ধান্ত নিয়েছি, অনেক হয়েছে আর নয়।’ তিনি প্রশ্ন তুলেছেন, ‘একটি ধর্ম যদি আমাদের জীবনের মূল্যই না দিতে পারে, তাহলে আমরা কেন নিজেদের শুধু শুধু বিসর্জন দিয়ে যাবো।’

প্রথমেই মুসলমান হবার ইচ্ছা পোষণ করেছেন সুরেশ কুমার। এ বিষয়ে তার বক্তব্য, ‘আমরা আশা করছি- দলিত দাগটা, একবার দূর হলেই সব ধরনের বৈষম্য কমে যাবে। তাই প্রথমে আমিই মুসলমান হবো। তারপর আমার পরিবার।’

সম্প্রদায়টির পক্ষ থেকে জানানো হয়েছে, ৫ জানুয়ারি প্রথম ২০০ জন ইসলাম গ্রহণ করবে। পরদিন আরও ২০০ জন করে এ প্রক্রিয়া চলবে। এভাবে মোট ৩ হাজার মানুষ ধর্মান্তরিত হবে।

/এইচকে/বিএ/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
সর্বশেষ খবর
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু