X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

করোনা দুর্যোগে গোপালগঞ্জবাসীর পাশে শেখ নাঈম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ এপ্রিল ২০২০, ০০:৪৮আপডেট : ২৩ এপ্রিল ২০২০, ০০:৫০

শেখ নাঈম

করোনাভাইরাস সংক্রমণজনিত দুর্যোগে গোপালগঞ্জবাসীর পাশে দাঁড়িয়েছেন যুবলীগের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার শেখ ফজলে নাঈম। স্থানীয় সংসদ সদস্য (গোপালগঞ্জ- ২) ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ছেলে শেখ নাঈম করোনা দুর্যোগে গোপালগঞ্জ সদর আসনের বিভিন্ন এলাকায় ত্রাণ তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এর অংশ হিসেবে বুধবার (২২ এপ্রিল) পঞ্চম ধাপে জেলার সাত হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী দিয়েছেন তিনি। শেখ নাঈমের পক্ষে স্থানীয় যুবলীগ-ছাত্রলীগের নেতারা এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।

খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, পেঁয়াজ, লবণ, তেল ও সাবান। এর আগে গত ২২ মার্চ থেকে থেকে শেখ নাঈম বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের মাধ্যমে ১২ হাজার অসহায়, অসচ্ছল ও করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেন।

এছাড়া বুধবার সকালে গোপালগঞ্জ হরিদাশপুর ইউনিয়নে ব্যারিস্টার শেখ নাঈমের উদ্যোগে করোনার কারণে ঘরবন্দি একশত মৎস্যজীবী পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। হরিদাসপুর গ্রামে মৎস্যজীবী মানুষের নিরাপদ দূরত্ব বজায় রেখে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ কেজি আলু, ১ লিটার তেল, ১ কেজি লবণ ও ১টি সাবান।

করোনা দুর্যোগে গোপালগঞ্জবাসীর পাশে শেখ নাঈম

এ বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বাংলা ট্রিবিউনকে বলেন, নিজের দায়িত্ববোধ থেকেই এই দুর্যোগের সময় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। ব্যক্তিগত উদ্যোগে সামর্থ্য অনুযায়ী যতদূর পারি অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করছি। তিনি জানান, মার্চের শেষদিক থেকে পর্যায়ক্রমে তিনি গরিবদের খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। এ কার্যক্রম অব্যাহত থাকবে।

দেশের সামর্থ্যবান ও বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়ে এই যুবলীগ নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার করোনা মোকাবিলায় জনগণকে সহায়তাসহ যা যা করার তা করে যাচ্ছে। সাধারণ মানুষ হিসেবে আমাদেরও উচিৎ দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।  এই দুর্যোগকালে আপনার-আমার সহযোগিতায় দেশের দরিদ্র মানুষ খেয়ে পরে বেঁচে থাকতে পারবেন।

 

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
জুলাই অভ্যুত্থানে ছাত্র নিহতের মামলার আসামি মৃত দুই আওয়ামী লীগ নেতা
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
সাবেক এমপির শ্যালক ও আ.লীগ নেতা রঞ্জু গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক