X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

ঢাকায় সহসা ফ্লাইট শুরু করছে না তার্কিশ এয়ারলাইনস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২০, ১৯:২৫আপডেট : ০২ জুলাই ২০২০, ২২:২৭

তার্কিশ এয়ারলাইনস ঢাকা থেকে আগামীকাল আবারও তার্কিশ এয়ারলাইনসের ফ্লাইট চালু হওয়ার কথা ছিল। কিন্তু সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তুরস্কের পতাকাবাহী এই সংস্থা। তাই ঢাকা-ইস্তানবুল রুটে সহসা তাদের উড়োজাহাজ চলাচল করবে না।
কয়েকদিন আগে ৩ জুলাই থেকে সপ্তাহে তিনটি করে ফ্লাইট চালুর ঘোষণা দিয়েছিল তার্কিশ। তবে বৃহস্পতিবার (২ জুলাই) তাদের ৩ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত সব ফ্লাইট বাতিল করা হয়েছে।
কবে নাগাদ ফ্লাইট শুরু করা হবে তা নিশ্চিত করেনি তার্কিশ। এ কারণে উল্লিখিত পাঁচদিনের টিকিট কেটে রাখা যাত্রীরা পড়েছেন বিপাকে। বৃহস্পতিবার শতাধিক যাত্রী রাজধানীর গুলশানে তার্কিশের ঢাকা অফিসের সামনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। ঢাকায় অফিস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এয়ারলাইনসটি।

সূত্র জানায়, কাতার এয়ারওয়েজ ও এমিরেটস ঢাকা রুটে ফ্লাইট শুরুর পর তার্কিশ এয়ারলাইনসও ফের ফ্লাইট শুরু করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে আবেদন করে। গত ২৮ জুন বেবিচক সেই অনুমোদন দেয়। এরপর ঢাকা থেকে তুরস্ক হয়ে ইতালি, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন গন্তব্যে যাত্রীদের কাছে টিকিট বিক্রি শুরু করে।
তার্কিশ এয়ারলাইনসের একজন প্রতিনিধি নাম না প্রকাশের শর্তে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যাত্রীদের সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। বিশ্বজুড়ে করোনাভাইরাস সংক্রমণের সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং এর বিস্তার রোধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে তুরস্ক। দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ করোনা পরিস্থিতি আকস্মিকভাবে পুনর্বিবেচনা করায় চলতি সপ্তাহে বাণিজ্যিক ফ্লাইট কার্যক্রমে সাময়িক বিরতি রাখার নতুন নির্দেশনা এসেছে। এ কারণে ৩ থেকে ৭ জুলাইয়ের ফ্লাইটগুলো বাাতিল করতে বাধ্য হয়েছি আমরা।’

সূত্র জানায়, যেসব দেশে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে সেসব দেশে ফ্লাইট বন্ধ রাখার নতুন সিদ্ধান্ত নিয়েছে তুরস্ক। দেশটির সিভিল এভিয়েশন করোনা সংক্রমণের ঝুঁকিতে থাকা গন্তব্যগুলোতে ফ্লাইট পরিচালনা না করতে নির্দেশ দিয়েছে। বাংলাদেশেও করোনা পরিস্থিতি ঝুঁকিপূর্ণ বিবেচনায় ফ্লাইট বন্ধ রাখা হচ্ছে।

তার্কিশ এয়ারলাইনস জানিয়েছে- ৩ থেকে ৭ জুলাইয়ের টিকিট ক্রেতাদের পরবর্তী সময়ে অগ্রাধিকার ভিত্তিতে ফ্লাইট বরাদ্দ দেওয়া হবে। বর্তমান করোনা পরিস্থিতিতে অফিস চালু রাখা স্বাস্থ্যবিধির অন্তরায় মনে করছে প্রতিষ্ঠানটি। যাত্রীরা ০১৮৪৪০৫৯৯৬১ নম্বরে কল করতে পারবেন অথবা আন্তর্জাতিক গ্রাহক সেবা নম্বরে (+৯০৮৫০৩৩৩০৮৪৯) কল করতে পারবেন।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
আ.লীগ নেতাদের বক্তব্যের প্রতিবাদ জানালো বিমান
এভিয়েশন-ট্যুরিজম খাতে সম্মাননা পেলেন ১০ নারী
নারী ক্রুদের পরিচালনায় দাম্মাম গেলো বিমানের ফ্লাইট
সর্বশেষ খবর
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
‘উচিত শিক্ষা’ দিতে পঙ্গু বানাতে গিয়ে ভাইকে হত্যা
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা
মন্ত্রীর অপেক্ষায় তরমুজ বিক্রিতে দেরি, ক্ষুব্ধ ক্রেতারা