X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় খুন হন সোহাগ মিয়া

নেত্রকোনা প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২০, ১৪:৪৯আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ১৯:৪৮

নেত্রকোনা মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় এবং ভাগ্নিকে বখাটে যুবকের সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় নেত্রকোনার বারহাট্টা উপজেলার চিরাম ইউনিয়নের ভাড়াটে মোটরসাইকেলচালক সোহাগ মিয়াকে হত্যা করা হয়েছিল। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ফখরুজ্জামান জুয়েল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট বারহাট্টা থানাধীন চিরাম এলাকার মোটরসাইকেলচালক সোহাগ মিয়ার লাশ পাওয়া যায় স্থানীয় একটি ব্রিজের নিচে। পরে এ ঘটনায় নিহতের ভাই টিটু মিয়া বাদী হয়ে বারহাট্টা থানায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ সুরতহাল রিপোর্ট নিয়ে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠায়।

এতে বলা হয়, প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গাজীপুর থেকে একই এলাকার দ্বীন ইসলামের ছেলে সাখাওয়াত হোসেন (১৯) এবং উপজেলার ছয়হাল এলাকার আকবর মাস্টারের ছেলে ইবনে সাকিব শাকিল (২০)কে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে আটক করে পুলিশ। পরে শাকিল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। এ সময় হত্যাকাণ্ড পূর্ব পরিকল্পিত উল্লেখ করে এর সঙ্গে আরও তিন জনের জড়িত থাকার কথা স্বীকার করে শাকিল।

স্বীকারোক্তিতে শাকিল জানায়, গত ২৮ জুলাই রাতে ভিকটিম একা মাছ ধরতে এলে পেছন থেকে আসামিরা তাকে জাপটে ধরে এলোপাতাড়ি মারধর করে এবং শার্ট দিয়ে মুখ চেপে ধরে। পরে ডোবার পানিতে ডুবিয়ে রেখে মৃত্যু নিশ্চিত করে এবং লাশ কচুরিপানা ও ঝাউগাছ দিয়ে ঢেকে রাখে। পরে লাশ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

মামলার তদন্ত কর্মকর্তা ও বারহাট্টা থানার পরিদর্শক (তদন্ত) সোহেল রানা বলেন, ‘মামলায় আরও তিন আসামি রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতার আসামিদের একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।’

নেত্রকোনার পুলিশ সুপার আকবর আলী মুন্সি বলেন, ‘নেত্রকোনায় সব ধরনের অপরাধের ব্যাপারে পুলিশ জিরো টলারেন্স। ঘটনাটি একেবারেই ক্লুলেস ছিল। তারপরও পুলিশ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে এবং আসামিদের গ্রেফতার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি নিয়েছে। একটা কথা স্পষ্ট করে বলতে চাই, অপরাধীরা যত কৌশলেই অপরাধ করুক না কেন, আমরা সেটা খুঁজে বের করবো এবং আইনের আওতায় আনবো। সব ধরনের অপরাধ নির্মূলে নেত্রকোনা জেলা পুলিশ বদ্ধপরিকর।’

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক