X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

রাশিয়াজুড়ে বিরোধীদের ওপর ব্যাপক ধরপাকড়, আটক তিন সহস্রাধিক

বিদেশ ডেস্ক
২৪ জানুয়ারি ২০২১, ০৯:৫৩আপডেট : ২৪ জানুয়ারি ২০২১, ০৯:৫৩

রাশিয়ার কারাবন্দি বিরোধী নেতা আলেক্সাই নাভালনি সমর্থকদের বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক ধরপাকড় চালিয়েছে পুলিশ। শনিবারের এ কর্মসূচিকে ঘিরে তিন হাজারেরও বেশি মানুষকে আটক করা হয়েছে। ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে বিক্ষোভকারীদের। আটককৃতদের মধ্যে নাভালনির স্ত্রী, তার মুখপাত্র এবং আইনজীবীও রয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে, সস্ত্রীক কারাবন্দি বিরোধী নেতা আলেক্সাই নাভালনির মুক্তির দাবিতে রাজপথে নেমে আসে হাজার হাজার মানুষ। সরকারের পক্ষ থেকে বিক্ষোভে অংশগ্রহণ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানানো হয়। বলা হয়, বিক্ষোভ থেকে করোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা রয়েছে। রাজপথে নামলে কারাগারে পাঠানোরও হুঁশিয়ারি দেয় কর্তৃপক্ষ। তবে সরকারের হুঁশিয়ারি উপেক্ষা করে তীব্র শীতের মধ্যেই ১০০টিরও বেশি শহরের রাজপথে নেমে আসে নাভালনি সমর্থকরা।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, মস্কোর বিক্ষোভে অন্তত ৪০ হাজার মানুষ অংশ নিয়েছে, তবে রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্যমতে, আন্দোলনকারীদের সংখ্যা ছিল চার হাজারের মতো। পর্যবেক্ষকরা বলছেন, রাশিয়ায় এই মাত্রার বিক্ষোভ আগে কখনও দেখা যায়নি। আর মস্কোতে গত ১০ বছরের মধ্যে এতো বড় পরিসরে বিক্ষোভ আর হয়নি।

পর্যবেক্ষক সংস্থা ওভিডি ইনফো জানিয়েছে, শনিবারের কর্মসূচি ঘিরে দেশজুড়ে অন্তত তিন হাজার ৬০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে শুধু রাজধানী মস্কোতেই এক হাজার ৯৯ জনকে আটক করা হয়েছে। সেইন্ট পিটার্সবার্গ থেকে ৩৮৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক অ্যালেক্সাই নাভালনি বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে জার্মানিতে চিকিৎসা নিয়ে গত রবিবার দেশে ফিরে বিমানবন্দরে আটক হন। প্যারোলে হাজিরা দিতে ব্যর্থ হওয়ার একটি মামলায় তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠায় মস্কোর একটি আদালত।

নাভালনিকে বন্দি রাখার পরিবর্তে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক বিক্ষোভের ডাক দেয় তার সমর্থকেরা। শনিবার সকালে রাশিয়ার পূর্বাঞ্চলীয় এলাকায় প্রথম বিক্ষোভ শুরু হয়। ভ্লাদিভোস্তক শহরে প্রায় তিন হাজার বিক্ষোভকারী নাভালনির মুক্তির দাবিতে বিক্ষোভ শুরু করে। ভিডিও ফুটেজে দেখা গেছে, শহরটিতে বিক্ষোভকারীদের একাংশের প্রতি চড়াও হয়েছে দাঙ্গা পুলিশ। এছাড়া, সাইবেরিয়ার ইয়াকুটস্ক শহরে মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াসের তীব্র শীত উপেক্ষা করে বিক্ষোভ করেছে নাভালনি সমর্থকরা। 

রাশিয়ায় শনিবার মোবাইল ফোন ও ইন্টারনেট সংযোগ বিঘ্নিত হওয়ারও খবর পাওয়া গেছে। তবে বিক্ষোভের সঙ্গে এই ঘটনার সম্পর্ক আছে কিনা সেটি নিশ্চিতভাবে জানা যায়নি। সোশ্যাল মিডিয়া অ্যাপ টিকটকে বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন করে অসংখ্য ভিডিও প্রকাশ করা হয়েছে। নাভালনি সম্পর্কে ভাইরাল মেসেজ শেয়ার করা হয়েছে। রুশ কর্তৃপক্ষ টিকটকের কাছে দাবি জানিয়েছে, 'অপ্রাপ্তবয়স্কদের বেআইনি কাজে উৎসাহ দেয়'– এ রকম যে কোনও কন্টেন্ট যেন তারা সরিয়ে নেয়। রাশিয়ার শিক্ষা মন্ত্রণালয় অভিভাবকদের অনুরোধ জানিয়েছে, সন্তানদের যেন তারা কোনও বিক্ষোভে অংশ নিতে না দেয়। সূত্র: আল জাজিরা, রয়টার্স, বিবিসি।

/এমপি/
সম্পর্কিত
তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত ইউরোপস্কুল বন্ধ ফ্রান্সে, ইতালিতে নিষিদ্ধ বাইরের কাজ
ইউক্রেনের লুহানস্ক শতভাগ মস্কোর নিয়ন্ত্রণে: রুশপন্থি কর্মকর্তা
ইসরায়েলের কাছে এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ রফতানি বৈধ: ব্রিটিশ আদালত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক