X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

সংঘর্ষের দায় হামলাকারীদের নিতে হবে: কাদের মির্জা (ভিডিও)

নোয়াখালী প্রতিনিধি
১৯ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৪আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২১, ২১:১৪

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট বাজারে নিজ কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। তিনি এ ঘটনার জন্য নিজ ভাই ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করীম চৌধুরী ও কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মো. শাহাবুদ্দিনসহ স্থানীয় প্রশাসনকে দায়ী করেছেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমার কর্মীদের ওপর গুলি চালানো হয়েছে। আজ যদি কোনও মায়ের বুক খালি হয়, তাহলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করীম চৌধুরী ও কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহাবুদ্দিনসহ স্থানীয় প্রশাসনকে দায়ী থাকতে হবে।’

শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে চাপরাশিরহাট বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এক সংবাদকর্মীসহ চার জন গুলিবিদ্ধ হয়েছেন। সংঘর্ষে অন্তত ৩৫ জন আহতের খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক।

সংঘর্ষের দায় হামলাকারীদের নিতে হবে: কাদের মির্জা (ভিডিও) ভিডিও বার্তায় মির্জা কাদের দাবি করেন, ‘তথাকথিত এমপি একরামুল চৌধুরীর সন্ত্রাসী বাহিনী আমার চাপরাশিরহাটে চরফকিরার মানুষের ওপর গুলি চালিয়েছে, পুলিশের সহযোগিতায়। ইতোমধ্যে প্রায় ৫০ জনের মতো আহত হয়েছে। অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।’

এলাকায় কি কোনও অভিভাবক নেই, এমন প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আজ যদি কোনও মায়ের বুক খালি হয়, তাহলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সংসদ সদস্য একরামুল করীম চৌধুরী ও কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহাবুদ্দিনসহ স্থানীয় প্রশাসনকে দায়ী থাকতে হবে।’

তিনি ঘটনার জন্য স্থানীয় প্রশাসনের প্রতি অভিযোগ তুলে বলেন, ‘আজ নোয়াখালীর ডিসি, এসপিদের সহযোগিতায় একরাম চৌধুরী তার বাড়িতে মিটিং করে এখানে (কোম্পানীগঞ্জ) গুণ্ডা, সন্ত্রাসী ও অস্ত্রধারীদের পাঠিয়েছে। আমি আছি, প্রয়োজনে মৃত্যুবরণ করবো। তবু আমি এখান থেকে যাবো না।’

সংঘর্ষের দায় হামলাকারীদের নিতে হবে: কাদের মির্জা (ভিডিও) মির্জা কাদের আরও বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব আপনাকে জবাব দিতে হবে, আমার এলাকার একটা লোকের যদি মৃত্যু হয়। শাহাবুদ্দিন সাহেব ও প্রশাসনকে জবাব দিতে হবে। এলাকায় অস্ত্রের ঝনঝনানি হচ্ছে। এটা আমি কোনও অবস্থায় বরদাশত করবো না। আমাকে কোনও অবস্থায় স্তব্ধ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত আমার নিশ্বাস আছে।’

স্থানীয়রা জানান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই কাদের মির্জা বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কমিটি ভেঙে দিলে সংগঠনটির দুই গ্রুপের মধ্যে বিরোধ স্পষ্ট হয়ে ওঠে। সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে চরফকিরা ইউনিয়নের চাপরাশিরহাট বাজারে পূর্ব ঘোষণা অনুযায়ী বিকালে সমাবেশ ও বিক্ষোভ মিছিলের ডাক দেন। পরে বাদলের অনুসারীরা চাপরাশির বাজারে মিছিল করতে গেলে কাদের মির্জার সমর্থকদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় গণমাধ্যম কর্মীসহ চার জন গুলিবিদ্ধ ও অন্তত ৩৫ জন আহত হন।

 

 

আরও পড়ুন:

কোম্পানীগঞ্জে আ.লীগের দুই পক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ৩৫ (ভিডিও)

থানার সামনে আবদুল কাদের মির্জার দুই ঘণ্টার অবস্থান

কাদের মির্জার ডাকে কোম্পানীগঞ্জে হরতাল পালিত

কোম্পানীগঞ্জ থানার ১০ পুলিশ অফিসারের বদলির আবেদন

কাদের মির্জার বিরুদ্ধে হেফাজতে ইসলামের বিক্ষোভ

শপথ নিতে যাওয়ার পথে আবদুল কাদের মির্জার গাড়িবহরে হামলা

কেউ কি নেই প্রতিবাদ করার: আবদুল কাদের মির্জা

‘চুপ করে বসে থেকে সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করতে পারবেন না’

ওবায়দুল কাদেরকে ‘রাজাকার পরিবারের সদস্য’ বললেন এমপি একরামুল

কাদের মির্জাকে ‘মিথ্যাবাদী’ ডেকে শাস্তি দাবি জেলা আ.লীগ নেতাদের

‘নোয়াখালী ও ফেনীর অপরাজনীতির কথা প্রধানমন্ত্রীকে বলেছি’

আবদুল কাদের মির্জাকে ‘উন্মাদ, মাতাল, চাঁদাবাজ’ ডাকলেন ফেনীর আ.লীগ নেতারা

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
৯ জনের দল নিয়েও বায়ার্নকে হারিয়ে সেমিতে পিএসজি
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
পুরান ঢাকায় তাজিয়া মিছিল বের হবে সকাল ১০টায়
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
জুলাই সনদ নিয়ে সালাহ উদ্দিন আহমেদের মন্তব্য জনগণের সঙ্গে প্রতারণা: শিশির
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
পুলিশের গাড়ি থেকে বিএনপি প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণ
পুলিশের গাড়ি থেকে বিএনপি প্রার্থীর পক্ষে ক্যাপ বিতরণ