X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

পুদুচেরিতে রাষ্ট্রপতির শাসন জারি

বিদেশ ডেস্ক
২৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:২২আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২১, ২১:২২
image

অবশেষে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে রাষ্ট্রপতির শাসন জারি করা হয়েছে। কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার ভেঙে পড়ায় এবং বিরোধীদের পক্ষ থেকে সরকার গঠনের দাবি না ওঠায় বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) এমন ঘোষণা দেওয়া হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আর মাত্র তিন মাস পরেই কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তবে নির্বাচন কমিশনের ভোট ঘোষণার আগেই সম্প্রতি ক্ষমতাসীন কংগ্রেস-ডিএমকে জোট সরকার থেকে একের পর এক বিধায়ক ইস্তফা দিতে থাকেন। এই পরিস্থিতিতে সোমবার (২২ ফেব্রুয়ারি) আস্থা ভোট হয় পুদুচেরি বিধানসভায়। তবে তাতে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হন মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামী। এরপর পদ থেকে ইস্তফা দেন তিনিও।

তারপর পুদুচেরিতে সরকার গড়ার দাবি জানাতে পারে বিজেপি ও তার শরিকরা, এমন সম্ভাবনাই ছিল। তবে বিজেপি সরকার গড়ার দাবি করেনি। এমন অবস্থায় অঞ্চলটিতে রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করেন উপরাজ্যপাল তামিলিসাই সৌন্দরারাজন। বুধবার রাষ্ট্রপতি শাসন জারির সুপারিশ করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। এরপর সেখানে রাষ্ট্রপতি শাসন যে জারি হতে চলেছে, তা একপ্রকার নিশ্চিত ছিল। আর বৃহস্পতিবার দেওয়া হলো আনুষ্ঠানিক ঘোষণা।

উল্লেখ্য, গত রবিবার (২১ ফেব্রুয়ারি) পুদুচেরিতে কংগ্রেসের দুই বিধায়ক ইস্তফা দেন। এতে সংখ্যালঘু হয়ে পড়ে কংগ্রেস সরকার। সোমবার পুদুচেরি বিধানসভায় আস্থা ভোটের শুরুতেই শাসকদলের বিধায়করা ওয়াক আউট করেন। এমন অবস্থায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ হয় কংগ্রেস সরকার। আস্থা ভোটে হারের পরই মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেন নারায়ণস্বামী। ভি নারায়ণস্বামী বলেন, 'পুদুচেরিতে জোর করে হিন্দি চাপানোর চেষ্টা করছে বিজেপি। বিধায়কদের দলের প্রতি অনুগত থাকা উচিত। যারা ইস্তফা দিয়েছেন, তারা সুবিধাবাদী।'

/এফইউ/
সম্পর্কিত
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১২
১০০ কোটি রুপি ব্যয়ে নির্মিত সড়কের মাঝখানে একাধিক গাছ!
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে