X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

মিয়ানমারে জীবন বিপন্ন করে বিক্ষোভকারীদের সেবা দিচ্ছেন চিকিৎসাকর্মীরা

বিদেশ ডেস্ক
০৩ মার্চ ২০২১, ২০:০০আপডেট : ০৪ মার্চ ২০২১, ১০:৩৭
image

সেনাশাসনের বিরোধিতা করে মিয়ানমারজুড়ে ডাকা অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে দেশটির প্রায় ৮০ শতাংশ সরকারি হাসপাতাল বন্ধ রয়েছে। এমন অবস্থায় জনগণের চিকিৎসা চাহিদা পূরণ করতে স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো সরকারি ফ্যাসিলিটির বাইরে স্বেচ্ছাসেবী হিসেবে চিকিৎসা দিচ্ছে। তবে এসব কার্যক্রমের ক্ষেত্রেও নানা প্রতিবন্ধকতা তৈরি করছে সশস্ত্র বাহিনী। চিকিৎসাকর্মীদের ওপরও গুলি চালানো হচ্ছে। এমন অবস্থায় বিক্ষোভকারীদের জীবন সুরক্ষাকারী চিকিৎসা দিতে গিয়ে অনেকে  নিজেদের জীবন বাজি রাখছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের এক বছরেরও কম সময় আগে মান্দালয়ের একটি মেডিক্যাল কলেজে পড়াশোনা শেষ করেন আয়ে নেইন থু (ছদ্মনাম)। বর্তমানে জরুরি চিকিৎসা প্রদানের কাজে নিয়োজিত রয়েছেন ২৫ বছর বয়সী এ তরুণ। রাষ্ট্রীয় বাহিনীর ধরপাকড় অভিযানে আহত বিক্ষোভকারীদের চিকিৎসা দিচ্ছেন তিনি।

আয়ে নেইন থু বলেন, ‘বেশিরভাগ মানুষই মাথায় আঘাত নিয়ে আমাদের কাছে আসছে, কারণ বিক্ষোভকারীদের ঠেকাতে লাঠি দিয়ে পেটাচ্ছে পুলিশ। কাউকে কাউকে গুলিও করা হচ্ছে।’ এ তরুণ চিকিৎসক আরও জানান ১ মার্চ নাগাদ ১০ জন গুরুতর রোগীকে সামলেছেন তিনি। ‘আমরা সবচেয়ে ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছি।’ বলেন থু।

যেসব শহরে সেনাশাসনবিরোধী বিক্ষোভ চলার সময় ভয়াবহরকমের সহিংসতা হতে দেখা গেছে, তার মধ্যে মান্দালয় একটি। শহরটিজুড়ে অন্তত ছয়টি মেডিক্যাল টিম চিকিৎসা দিচ্ছে। আয়ে নেইন থু এমন একটি দলেই কাজ করছেন। দলটিতে প্রায় ৩০ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। শহরে ঘুরে ঘুরে জরুরি সেবা প্রদানের কাজ করছেন তারা। আয়ে নেইন থু তার ব্যাকপ্যাকে প্রাথমিক চিকিৎসা সরঞ্জামাদি নিয়ে ঘোরেন। রক্তক্ষরণ বন্ধ ও ক্ষতস্থান জীবাণুমুক্ত করার পর গুরুতর রোগীদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেন তিনি।

মান্দালয়ের আরেকটি চিকিৎসা দলে কাজ করছেন চিকিৎসক কং খান্ত তিন। তিনি জানান, এ ছয় মেডিক্যাল টিমের মধ্যে শুধু একটি টিমেরই গুরুতর আহতদের চিকিৎসা দেওয়ার সক্ষমতা রয়েছে। সেলাই করার মতো সরঞ্জামাদি রয়েছে তাদের। সেনাবাহিনী রাস্তাঘাট বন্ধ করে রাখায় সেবা কার্যক্রমে ব্যাঘাত ঘটছে।

স্থানীয় এক সাংবাদিক আল জাজিরাকে জানান গুরুতর চিকিৎসা প্রদানকারী একটি মেডিক্যাল টিমের গাড়িতে গত ২৮ ফেব্রুয়ারি গুলি ছুড়েছে সশস্ত্র বাহিনীর সদস্যরা। এতে এক স্বেচ্ছাসেবী আহত হন। তখন থেকে কার্যক্রম বন্ধ রেখেছে ওই মেডিক্যাল টিমটি। কং খান্ত তিন বলেন এভাবে সহিংসতা চলতে থাকলে আমরা জানিনা রোগীদের কোথায় পাঠাব।’

মিয়ানমারে জীবন বিপন্ন করে বিক্ষোভকারীদের সেবা দিচ্ছেন চিকিৎসাকর্মীরা

কাচিন রাজ্যের রাজধানী মিতকিনাতে স্বেচ্ছাসেবী নার্স হিসেবে সেবা দিচ্ছেন জে নান (ছদ্মনাম)। তিনি বলেন ‘সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো গুলি থেকে নিজেদের রক্ষা করে সেবা দিয়ে যাওয়া। আমাদের গায়েও বুলেটের আঘাত লাগতে পারে। আমরাও যেকোনও সময় মারা যেতে পারি।

৪০ সদস্যের একটি নার্সিং টিমকে নেতৃত্ব দিচ্ছেন জে নান। হাতে সাদা রংয়ের ব্যান্ড ও স্টিকার পরে বিক্ষোভস্থলের আশেপাশে ঘোরাফেরা করেন তারা যেন সহজেই তাদেরকে চিহ্নিত করা যায়। এসব স্বেচ্ছাসেবীর পেছনে থাকে চিকিৎসা সরঞ্জামাদি বহনকারী কিছু মোটরবাইক।

জে নান আল জাজিরাকে বলেন ‘তারা মানুষের ওপর নির্বিচারে গুলি চালায়। আমরা ব্যাজ পরি কিংবা না পরি, আমরাও গুলিবিদ্ধ হয়ে মারা যেতে পারি। আমিসহ যেকোনো বিক্ষোভকারী যখন তখন আহত হতে পারেন কিংবা মারা যেতে পারেন।‘

/এফইউ/বিএ/
সম্পর্কিত
মিয়ানমারে বিদ্রোহী-নিয়ন্ত্রিত শহরে কোণঠাসা জান্তা
আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা চায় চীন ও ইন্দোনেশিয়া
ভারতীয় নিরাপত্তাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ২৯ মাওবাদী নিহত
সর্বশেষ খবর
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
লোকসভা নির্বাচন: মণিপুরে ভোটকেন্দ্রে সংঘর্ষ
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
ওঠানামা করছে মুরগির দাম, বাড়ছে সবজির
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে
সর্বাধিক পঠিত
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
সয়াবিন তেলের দাম পুনর্নির্ধারণ করলো সরকার
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
নিজ বাহিনীতে ফিরে গেলেন র‍্যাবের মুখপাত্র কমান্ডার মঈন
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
ডিএমপির ৬ কর্মকর্তার বদলি
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ
বৈধ পথে রেমিট্যান্স কম আসার ১০ কারণ