X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

৭ মার্চ উদযাপনে আহসান মঞ্জিলে আতশবাজির ঝলক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ মার্চ ২০২১, ০২:০৮আপডেট : ০৮ মার্চ ২০২১, ১২:৫০

স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বর্ণিল রূপে সেজেছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী আহসান মঞ্জিল। রবিবার রাতে ঐতিহ্যবাহী এ স্থাপনায় ৭ মার্চ উদযাপন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

এ উপলক্ষে আতশবাজিসহ নানা আলোর ঝলকানিতে সেজে ওঠে চারিপাশ। পাশাপাশি আলোচনাসভা,  সাংস্কৃতিক অনুষ্ঠান ও লেজার প্রদর্শনীর আয়োজন করা হয়। করপোরেশনের এ আয়োজনে যুক্ত হয়েছেন স্থানীয়রাও। বাহারি রঙের আলোর এই উৎসব উপভোগ করতে উৎসুক জনতার ভিড় দেখা গেছে।

৭ মার্চ উদযাপনে আহসান মঞ্জিলে আতশবাজির ঝলক আশপাশের বাসা বাড়ির বাসিন্দারা বাসার ছাদে উঠে উপভোগ করেন এই আয়োজন। প্রায় প্রতিটি বাড়ির ছাদে ছিল ভিড়।

এসময় আহসান মঞ্জিল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। সভা ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণই সারা পৃথিবীতে স্বাধীনতার বক্তব্য হিসেবে একমাত্র প্রামাণ্য দলিল।

৭ মার্চ উদযাপনে আহসান মঞ্জিলে আতশবাজির ঝলক তিনি বলেন,  আমরা একটি শান্তিপ্রিয় জাতি, হাজার বছর ধরে আমরা পরাধীন ছিলাম। সেই পরাধীন জাতিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিলে তিলে তার ত্যাগ এবং বলিষ্ঠ-দূরদর্শী নেতৃত্বের মাধ্যমে এই স্বাধীনতার দিকে নিয়ে এসেছেন। তিনি এই ভাষণের শেষে তিনি যে দিকনির্দেশনা দিলেন, তাতে একটি নিরস্ত্র জাতি থেকে সশস্ত্র জাতিতে পরিণত হলাম আমরা।

আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম এবং ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ নিয়ে লেজার প্রদর্শনী করা হয়। পাশাপাশি আহসান মঞ্জিলের ছাদ হতে বর্ণিল আতশবাজির আয়োজন করা হয়। আহসান মঞ্জিল প্রাঙ্গণে বসে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পরিবারসমেত সাংস্কৃতিক অনুষ্ঠান, লেজার প্রদর্শনী ও আতশবাজি উপভোগ করেন। 

 

 

 

/এসএস/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
শেফালির মৃত্যু: কারিনা বললেন, ‘আমি বোটক্সের বিরুদ্ধে’
জুলাই শহীদদের প্রতি জোনায়েদ সাকির শ্রদ্ধা নিবেদন
জুলাই শহীদদের প্রতি জোনায়েদ সাকির শ্রদ্ধা নিবেদন
ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর আহ্বান জি-৭ ভুক্ত দেশগুলোর
ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা পুনরায় শুরুর আহ্বান জি-৭ ভুক্ত দেশগুলোর
ক্রিকেটার নাসির-তামিমার মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানি ১৪ জুলাই
ক্রিকেটার নাসির-তামিমার মামলায় আত্মপক্ষ সমর্থন শুনানি ১৪ জুলাই
সর্বাধিক পঠিত
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
অন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি
প্রশাসনে থামছে না আন্দোলনঅন্তর্বর্তী সরকার ও প্রজাতন্ত্রের কর্মচারীরা মুখোমুখি