চীনের নিংশিয়া প্রদেশে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জন নিহত ও ৩২ জন আহত হয়েছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।
প্রদেশের ওয়াইনচুয়ান শহরের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সিসিটিভি জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাতটার দিকে আচমকা বাসে আগুন ধরে যায়। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা আটকা পড়ে। অনলাইনে প্রকাশ হওয়া ভিডিওতে দেখা যায় বাসটি আগুনে দাউ দাউ করে পুড়ছে।
এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। কর্তৃপক্ষ জানিয়েছে সন্দেহভাজন ওই ব্যক্তির নাম মা ইয়ংপিং। পুলিশ তার একটি ছবি ও শনাক্তকরণ নম্বর প্রকাশ করেছে। অগ্নিকাণ্ডের ঘটনায় তাকেই প্রধান সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করেছে পুলিশ।
কর্তৃপক্ষ আরও জানায়, আহত ৩২ জনের মধ্যে আটজনের অবস্থা গুরুতর।
/এএ/