ফেসবুকের একটি পেজে দক্ষিণ খান থানার একটি গাড়ি ভাঙচুরের ঘটনার লাইভ দেখানো হয়েছে, যা আসলে ২০২০ সালের মে মাসের একটি ভিডিও। রেডিও গুলশান ডট কম নামের এই পেজের সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দফতর।
পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা জানান, ২০২০ সালের ১৩ মে দক্ষিণখানের কোটবাড়ি এলাকায় অবৈধ ইজিবাইক চলাচল বন্ধ করতে পুলিশ কয়েকটি ইজিবাইক আটক করে থানায় নিয়ে যায়। একটু পরেই স্থানীয় রাশি আক্তার নামের এক নারী ইজিবাইক আটক নিয়ে পুলিশের সঙ্গে বাদানুবাদে লিপ্ত হন এবং অকথ্য ভাষায় পুলিশকে গালিগালাজ শুরু করেন। এক পর্যায়ে তার লোকজন এসে পুলিশের ওপর চড়াও হয় এবং পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে।এই ঘটনায় পুলিশের বেশ কয়েকজন আহতও হন। ওইদিন সন্ধ্যায় পুলিশ বাদী হয়ে রাশি আক্তারসহ ৩৫ জনের নামে দক্ষিণখান থানায় একটি মামালা দায়ের করা হয়। যার নম্বর ৫। তারিখ ১৩ মে ২০২০।
তিনি বলেন, কারা, কী উদ্দেশ্যে এ ধরনের একটি পুরনো ভিডিও চালিয়ে গুজব সৃষ্টি করে জনমনে আতঙ্ক সৃষ্টির পাঁয়তারা করছে সে ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ।