X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

‘করোনার বিষয়ে চিকিৎসক-নার্সসহ সবাই এখন বেশ অভিজ্ঞ’

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ এপ্রিল ২০২১, ০০:২৩আপডেট : ০৯ এপ্রিল ২০২১, ০০:২৩

শুরুর দিকের চেয়ে এখন করোনার চিকিৎসাসেবার অনেক উন্নতি হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। তিনি বলেন, ‘এখন প্রায় সব বেসরকারি হাসপাতালে করোনা রোগী ভর্তি করা হচ্ছে। প্রথম দিকে আমাদের চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িতদের করোনাভাইরাসের চিকিৎসার বিষয়ে তেমন কোনও ধারণা না থাকলেও এখন সবাই বেশ অভিজ্ঞ।’ বৃহস্পতিবার (৮ এপ্রিল) ২৫০ শয্যা বিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নতুন সংযুক্ত আটটি আইসিইউ শয্যা উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। শিক্ষা উপমন্ত্রী হাসপাতালটির ব্যবস্থাপনা কমিটির সভাপতি।

করোনা চিকিৎসাসেবার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘এক বছর আগে করোনার প্রকোপ যখন শুরু হয়েছিল তখন স্বাস্থ্যসেবার যে সংকট ছিল তা অনেকটা কেটে গেছে। এরপরও করোনাভাইরাস থেকে নিরাপদে থাকতে হলে যথাযথ স্বাস্থ্যবিধি এবং মাস্ক ব্যবহারের কোনও বিকল্প নেই।’

ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, ‘কোনও কিছু না থাকা অবস্থা থেকে এখন চট্টগ্রাম জেনারেল হাসপাতাল স্বয়ংসম্পূর্ণ একটি বিশেষায়িত কোভিড হাসপাতালে রূপান্তরিত হয়েছে। গত বছর করোনা শুরুর আগে আমরা চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে আমরা একভাবে দেখেছিলাম। করোনা শুরুর আগে যেখানে এই হাসপাতালে একটিও আইসিইউ ছিল না সেখানে আজকে উদ্বোধন হওয়া আটটিসহ মোট ১৮টি আইসিইউ শয্যা রয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় এটি সম্ভব হয়েছে।’

তিনি আরও বলেন, ‘কখনও বলে এসেছি, আবার অনেক সময় না বলেও এসেছি, কিন্তু যখনই জেনারেল হাসপাতালে এসেছি এইখানে স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িত সবাইকে পেয়েছি। অনেক জায়গায় চিকিৎসক-নার্সের সংকট থাকলেও সব সময় এইখানে স্বাস্থ্যসেবার সঙ্গে জড়িতদের উপস্থিতি আমি দেখেছি। তার জন্য আপনাদের বিশেষ ধন্যবাদ জানাই।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবীর, সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী, মেডিসিন বিভাগের প্রধান ডা. আব্দুর রব, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. আসিফ খান, ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া, আইসিইউ ইনচার্জ ডা. রাজদীপ বিশ্বাস, উপস্থিত ছিলেন ৩২নং আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী প্রমুখ উপস্থিত ছিলেন।

/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক