নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় জামায়াত ইসলামীর নারায়ণগঞ্জ জেলার রোকন ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ আল বাকিকে (৭১) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত মধ্যরাতে (১৩ এপ্রিল) সিদ্ধিরগঞ্জের নয়াআটি এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশের একটি দল হেফাজতের হরতালে সহিংসতার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় সিদ্ধিরগঞ্জ থানা জামায়েতের সাবেক সভাপতি ও জেলা জামায়াতের রোকন আব্দুল্লাহ আল বাকিকে গ্রেফতার করে।
উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় তিন হাজার ৫৩৬ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৮টি মামলা দায়ের হয়।
এরমধ্যে র্যাব বাদী হয়ে একটি, পুলিশ বাদী হয়ে ছয়টি ও ক্ষতিগ্রস্ত গাড়ির দুই মালিক বাদী হয়ে দুটি মামলা দায়ের করেন।