X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

পেটে গজ রেখেই সেলাই, ৫ মাস পর নারীর মৃত্যু!

কুমিল্লা প্রনিনিধি
১৪ এপ্রিল ২০২১, ১৭:১১আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ১৭:১৭

কুমিল্লায় এক নারীর পেটে গজ রেখে অস্ত্রোপচার শেষ করার পাঁচ মাস পর তার মৃত্যুর অভিযোগ উঠেছে। পাঁচ মাস পর দ্বিতীয়বার অস্ত্রোপচার করে পেট থেকে গজ বের করা হলেও শারমিন আক্তারকে (২৫) বাঁচানো সম্ভব হয়নি। মঙ্গলবার দিবাগত রাত (১৪ এপ্রিল) দেড়টার দিকে ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শারমিনের স্বামী রাসেল মিয়া।

বুধবার (১৪ এপ্রিল) ভোরে শারমিনের মরদেহ ঢাকা থেকে তার বাবার বাড়ি জেলার দেবিদ্বারের হোসেনপুর গ্রামে আনা হয়। সেখানে সকাল ১০টায় প্রথম জানাজা শেষে নেওয়া হয় তার স্বামীর বাড়ি জেলার মুরাদনগর উপজেলার মোগসাইর গ্রামে। সেখানে বাদ জোহর দ্বিতীয় জানাজা শেষে তাকে সমাহিত করা হয়।

এদিকে পেটে গজ রেখে অস্ত্রোপচার শেষ করার ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে পৃথক দুটি কমিটি গঠন করা হয়েছে। তবে এখনও কাজ শুরু করেনি জেলা স্বাস্থ্য বিভাগের তদন্ত কমিটি। গত এক সপ্তাহ ধরে বিষয়টি সামাজিক যোগাযাগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে।

শারমিনের স্বামী রাসেল মিয়া বলেন, গত বছরের ৫ নভেম্বর দেবিদ্বার আল ইসলাম হাসপাতালে আমার স্ত্রীর সিজিরিয়ান অপারেশন করেন চিকিৎসক ডা. রোজিনা আক্তার। জন্ম হয় ছেলে সন্তান। গত ৯ নভেম্বর তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়। পরবর্তী পাঁচ মাস আমার স্ত্রী অসহ্য ব্যথা ও যন্ত্রণায় ভোগে। অনেক চিকিৎসক দেখিয়েও সঠিক চিকিৎসা পাইনি।

শারমিন শারমিনের বড় ভাই রহুল আমিন বলেন, বোনের জীবন সংকটাপন্ন দেখে গত ৬ এপ্রিল জেলার ময়নামতি ক্যান্টনমেন্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে বোনের পেট থেকে গজ বের করা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে শনিবার (১০ এপ্রিল) ভোরে ঢাকার একটি বিশেষায়িত হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বোনের মৃত্যু হয়।

শারমিনের স্বামী অভিযোগ করেন, ডাক্তারের ভুলে আমার সাড়ে ৩ বছরের কন্যা মানহা এবং সাড়ে ৫ মাস বয়সী মুনতাছির এতিম হয়ে গেলো। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করি।

অন্যদিকে শারমিনের ভাই বলেন, চিকিৎসকের ভুলের কারণে পেটে গজ নিয়ে গত ৫ মাস আমার বোন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে ছিল। দীর্ঘ এ সময়ে দেশের অনেক হাসপাতাল ঘুরেছি, অর্থ ব্যয় করেছি। কিন্তু সব স্থানেই ভুল চিকিৎসা ও প্রতারিত হয়েছি। কার কাছে বিচার চাইবো, প্রশ্ন রাখেন তিনি।

কুমিল্লার সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসাইন বলেন, ওই প্রসূতির মৃত্যুর খবর আমরা জানতে পেরেছি। এ ঘটনায় ইতোমধ্যে পৃথক দুটি তদন্ত কমিটি আগেই গঠন করা হয়েছে। তদন্তের প্রতিবেদন পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
লাল কৃষ্ণচূড়া, বেগুনি জারুলে ছুঁয়ে যায় তপ্ত হৃদয়
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
টিভিতে আজকের খেলা (২৭ এপ্রিল, ২০২৪)
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা