X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

হাসপাতালে করোনা আক্রান্ত আকরাম খান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২১, ১৯:৫৭আপডেট : ১৫ এপ্রিল ২০২১, ২০:৫২

১০ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত হন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান। করোনায় আক্রান্ত হলেও শারীরিকভাবে সুস্থ ছিলেন সাবেক এই অধিনায়ক। কিন্তু হুট করেই শারীরিক অবস্থা খারাপ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার বিকালে রাজধানীর স্পেশালাইজড একটি হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে।

আকরাম খানের পারিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। পারিবারিক সূত্রে জানা গেছে, করোনা আক্রান্ত হলেও ভালোই ছিলেন তিনি। কিন্তু কয়েকদিন ধরে কাশি বেড়ে গেছে। বিশেষজ্ঞ ডাক্তার বেশ কিছু টেস্ট করানোর পর সাবেক এই অধিনায়ককে হাসপাতালে ভর্তির পরামর্শ দিয়েছেন।

স্পেশালাইজড হাসপাতালে ডা. মহিউদ্দিনের তত্ত্বাবধানে আছেন আকরাম খান। চিকিৎসকরা জানিয়েছেন, আকরামের ফুসফুস ৩০ শতাংশ সংক্রমিত হয়েছে। তবে শরীরে অক্সিজেনের মাত্রা ঠিক আছে।

আকরাম খান জাতীয় দলের হয়ে ৮টি টেস্ট ও ৪৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এছাড়া তার নেতৃত্বে বাংলাদেশ দল ১৫টি ম্যাচও খেলেছে। তার অধিনায়কত্বেই বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ জয়টি আসে ১৯৯৭ সালে মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত আইসিসি ট্রফিতে। ওই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার কারণেই বাংলাদেশের ক্রিকেট আজ এই অবস্থানে।

এরপর আকরাম ব্যাট ছেড়ে দিলেও ক্রিকেট তাকে ছাড়েনি। বর্তমানে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া কখনও নির্বাচক, কখনও বা ম্যানেজার হিসেবে আকরামকে দায়িত্ব পালন করতে দেখা গেছে।

আরও পড়ুন: করোনায় আক্রান্ত আকরাম খান

/আরআই/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ছুটির দিনে নিউ মার্কেটে জনসমুদ্র
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
ভারতের নিখিলের হ্যাটট্রিকে ঊষার বড় জয়
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
বাংলাদেশে আইসিটির ভবিষ্যৎ কেন হুমকির মুখে?  
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
মস্কোতে কনসার্টে হামলা: ৯ সন্দেহভাজনকে আটক করলো তাজিকিস্তান
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
চিয়া সিড খাওয়ার ৮ উপকারিতা
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
বাড়লো ব্রয়লার মুরগির দাম, কারণ জানেন না কেউ
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’
‘ভারতের কঠোর অবস্থানের কারণেই পিটার হাস গা ঢাকা দিয়েছেন’