X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

প্রধান নির্বাচকের ‘ইয়েস কার্ড’ পাচ্ছেন মুমিনুল-তামিমরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০২১, ১৯:৩৫আপডেট : ১৭ এপ্রিল ২০২১, ১৯:৪৩

দুই টেস্টের সিরিজের আগে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে বাংলাদেশ দল। উদ্দেশ্য শ্রীলঙ্কার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়া। তো কেমন এগোচ্ছে সেই কাজ? দুই দিনের অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের প্রথম দিন দেখেই কিন্তু বাংলাদেশ দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুর ‘ইয়েস কার্ড’ পাচ্ছেন মুনিমুল-তামিমরা। নান্নু জানালেন, শ্রীলঙ্কার কন্ডিশন ও উইকেটের সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে বাংলাদেশের ক্রিকেটাররা।

এক ভিডিও বার্তায় প্রধান নির্বাচক বলেছেন, ‘আমাদের খেলোয়াড়েরা দুই দিন অনুশীলনের পর আজই (শনিবার) অনুশীলন ম্যাচটা পেয়েছে। এটা আমাদের জন্য যথেষ্ট উপকার হয়েছে। বিশেষ করে আবহাওয়া, কন্ডিশন সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য। উইকেট এবং যে হিউমিড এখানে, তার সঙ্গে পুরোপুরি অভ্যস্ত হওয়ার জন্য খেলোয়াড়দের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। দুই দিনের ম্যাচের প্রথম দিন, আমার মনে হয় খেলোয়াড়েরা যথেষ্ট অভ্যস্ত হয়েছে কন্ডিশন ও উইকেটের সঙ্গে।’

প্রস্তুতি ম্যাচের প্রথম দিন তামিমের দলের ব্যাটিং নিয়ে সন্তুষ্টি ঝরেছে নান্নুর কণ্ঠে, ‘যথেষ্ট ভালো অনুশীলন হয়েছে। আমাদের টপ অর্ডাররা ভালো ব্যাটিং করেছে। বোলাররা যথেষ্ট চেষ্টা করেছে লাইন-লেংথ ও ভালো জায়গায় বল করার। সব মিলিয়ে আমি বলবো, এটা খুব ভালো প্রস্তুতিতে সহায়তা করছে, আগামীকাল (রবিবার) আরও একদিনের খেলা আছে। আমি মনে করি, এরপর আমরা টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারবো।’

ব্যাটসম্যানরা ভালো করলেও বোলাররা তেমন ভালো করতে পারেননি। যদিও প্রধান নির্বাচক ফ্লাট উইকেটকেই সামনে আনলেন, ‘এখানে অনুশীলন ম্যাচে বোলারদের জন্য খুব কঠিন একটা সেশন গিয়েছে। এটা অনেকটা ফ্লাট উইকেটের মতো। যদিও টেস্টেও এরকম কন্ডিশন হতে পারে, এই গরমের মধ্যে ভালো জায়গায় বল করা, মনোযোগ থাকা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় আগামী দিন, আরও একটা দিন বাকি আছে, ম্যাচ অনুশীলনে অভ্যস্ত হওয়ার জন্য।’

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
জনগণ এনডিএ জোটকে একচেটিয়া ভোট দিয়েছে: মোদি
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
সোনার দাম কমেছে, আজ থেকেই কার্যকর
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
অতিরিক্ত মদপানে লেগুনাচালকের মৃত্যু
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
পূজা শেষে বাড়ি ফেরার পথে বাসচাপায় বাবা-ছেলে নিহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া