X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৪ চৈত্র ১৪৩০

২২ এপ্রিল থেকে দোকান-শপিংমল খুলে দেওয়ার দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ এপ্রিল ২০২১, ১৯:১৭আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৯:১৭

আগামী ২২ এপ্রিল থেকে চট্টগ্রামের সব মার্কেট-শপিংমল খুলে দেওয়ার দাবি জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। সোমবার (১৯ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে ব্যবসায়ী নেতারা এই দাবি জানান। সম্মিলিত ব্যবসায়ী সংগঠনের ব্যানারে ব্যবসায়ীরা এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে ব্যবসায়ী নেতারা বলেন, ‘করোনায় মৃত্যুহার ঊর্ধ্বগতির কারণে ১৪ এপ্রিল থেকে সরকার কঠোর লকডাউন ঘোষণা করে। কিন্তু বাস্তবে আমরা দেখতে পেয়েছি, শিল্প-কারখানা, গার্মেন্টস, ব্যাংক, বাজার, বিমান চলাচলসহ বিভিন্ন প্রতিষ্ঠান এই কঠোর লকডাউনে খোলা আছে। শুধু মার্কেটগুলো, দোকানপাট ও আন্তঃজেলা পরিবহন বন্ধ রাখা হয়েছে। অথচ করোনা নিয়ন্ত্রণে গঠিত পরামর্শক কমিটির ঘোষণা অনুযায়ী, কাঁচাবাজার, জনসমাগম স্থান, পর্যটন এলাকা এবং ধর্মীয় উপাসনালয়ে করোনাভাইরাস অতিমাত্রায় ছড়ায়। আমাদের বিশ্বাস, স্বাস্থ্যবিধি মেনে যদি কলকারখানা, কাঁচাবাজার, ব্যাংক খোলা থাকতে পারে, তাহলে এই গুরুত্বপূর্ণ মাস রমজান ও ঈদের সময় মার্কেট ও দোকানপাট খোলার রাখার নির্দেশনা দিলে ব্যবসায়ীরা কোনও মতে বেঁচে থাকার উপায় খুঁজে পাবেন। অন্যথায় সরকারের ক্রমাগত লকডাউন ঘোষণার সিদ্ধান্তে ব্যবসায়ীদের আত্মাহুতি দেওয়ার পথ বেছে নেওয়া ছাড়া আর কোনও উপায় থাকবে না। এ অবস্থায় আমরা আগামী ২২ এপ্রিল থেকে দোকানপাট খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।’  

সংবাদ সম্মেলনে আগামী ২২ এপ্রিল থেকে চট্টগ্রামের সব মার্কেট খুলে দেওয়াসহ পাঁচ দফা দাবি জানান ব্যবসায়ী নেতারা। দাবিগুলো হলো– চট্টগ্রামের লাখ লাখ ব্যবসায়ী ও শ্রমিক কর্মচারীদের জীবিকার স্বার্থে স্বাভাবিক নিয়মে আগামী ২২ এপ্রিল থেকে মার্কেট খুলে দিতে হবে। দোকান পরিচালনার স্বার্থে সংশ্লিষ্ট খরচ ও কর্মচারী শ্রমিকদের বেতন-বোনাস বাবদ খরচ নির্বাহের জন্য ব্যবসায়ীদের সহজ শর্তে ঋণের আওতায় নিয়ে আসতে হবে। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের বাঁচিয়ে রাখতে সরকার ঘোষিত প্রণোদনা থেকে বৃহত্তর চট্টগ্রামের জন্য ১৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখতে হবে। দোকান মালিক, কর্মচারীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাকসিনেশনের আওতায় নিয়ে আসতে হবে এবং করোনাকালীন ক্ষয়ক্ষতির কথা বিবেচনা করে সরকারি বিভিন্ন প্রকার যেমন– ট্রেড লাইসেন্স, ভ্যাট, ট্যাক্স মওকুফ ও অতিরিক্ত ফি কমিয়ে সহনীয় পর্যায়ে আনতে হবে।

/এমএএ/
সম্পর্কিত
প্রথমবার লকডাউন চীনের বাণিজ্যিক শহর সাংহাই
প্রথমবারের মতো লকডাউনে কিরিবাতি
একজনের ওমিক্রন শনাক্তের পর পুরো বিল্ডিং লকডাউন
সর্বশেষ খবর
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পররাষ্ট্র মন্ত্রণালয়ে মানবাধিকার উইং চালুর পরামর্শ সংসদীয় কমিটির
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
পণ্ড হলো না পরাগের শ্রম, দিল্লিকে হারালো রাজস্থান
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বাসের পেছনের অংশ খোয়া যাচ্ছে কেন?
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
কুড়িগ্রাম আসছেন ভুটানের রাজা, সমৃদ্ধির হাতছানি
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!
সমুদ্রসৈকতে জোভান-সাফার ‘অনন্ত প্রেম’!