X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ধোনির বাবা-মা

স্পোর্টস ডেস্ক
২২ এপ্রিল ২০২১, ১৮:২২আপডেট : ২২ এপ্রিল ২০২১, ১৮:২২

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মহেন্দ্র সিং ধোনির বাবা-মা। যদিও ধোনি আইপিএলের করোনা-বিধি ও জীবানু সুরক্ষিত বলয়ের কারণে চেন্নাই সুপার কিংসের সঙ্গেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন।

ধোনির বাবা-মা করোনায় আক্রান্ত হয়েছেন তার জন্মশহর রাঁচিতে। সেখানেই বুধবার একটি হাসপাতালে ভর্তি আছেন। এদিনই আবার ধোনির নেতৃত্বাধীন দল হারিয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। অবশ্য চেন্নাই কোচ স্টিফেন ফ্লেমিং বলেছেন, ধোনি দলের সঙ্গে থাকলেও তার পরিবারের সব ধরনের খবর রাখছে দলটির ম্যানেজমেন্ট, ‘ম্যানেজমেন্টের পক্ষ থেকে আমরা সবাই ওর পরিবারের পরিস্থিতি সম্পর্কে সজাগ। আর ওর পরিবারের জন্য সব ধরনের ব্যবস্থাই নেওয়া হয়েছে। ধোনির সঙ্গে এ নিয়ে কথা হয়েছে, সে জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে। তার পরেও আমরা আগামী কয়েক দিন সেসব পর্যবেক্ষণে রাখবো।’

অথচ বাবা-মা করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেও ধোনি মোটেও খেলায় এর প্রভাব পড়তে দেননি। এমনকি ‘ক্যাপ্টেন কুল’ খ্যাত এই ক্রিকেটার ম্যাচের পরেও এ নিয়ে কাউকে কিছু বলেননি। এমন পরিস্থিতিতে সর্বোচ্চ সহযোগিতার কথা জানিয়েছে চেন্নাই। ফ্লেমিং বলেছেন, ‘যা প্রয়োজন সেগুলো যেন ধোনি পায়, সেটি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। আশা করছি, ওর পরিবার দ্রুত সুস্থ হয়ে উঠবে।’

সম্প্রতি ভারতেও করোনা পরিস্থিতি ভয়ানক রুপ ধারণ করেছে। এরই মধ্যে এর প্রভাব পড়েছে আইপিএলের দলগুলোতে। ৩ এপ্রিল করোনা পজিটিভ হয়েছেন কলকাতার নিতিশ রানা। তিনি সুস্থ হয়ে উঠেছেন যদিও। একইভাবে পজিটিভ হয়েছেন দিল্লি অধিনায়ক অক্ষর প্যাটেলও। এমনকি ওয়াংখেড়ে স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফরাও এই ভাইরাসের আক্রমণে ভুগেছেন। তার ওপর জীবানু সুরক্ষিত বলয়ে অবসাদে ভুগে আইপিএল ছেড়েছেন রাজস্থানের লিয়াম লিভিংস্টোন।

/এফআইআর/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক