X
শুক্রবার, ২৯ মার্চ ২০২৪
১৫ চৈত্র ১৪৩০

যুক্তরাষ্ট্রে বোমা হামলার চেষ্টার দায়ে বাংলাদেশির যাবজ্জীবন কারাদণ্ড

বিদেশ ডেস্ক
২৩ এপ্রিল ২০২১, ১০:০৪আপডেট : ২৩ এপ্রিল ২০২১, ১৬:৪৯
image

নিউ ইয়র্কের ম্যানহাটনের একটি  সন্ত্রাসী হামলার চেষ্টার দায়ে আকায়েদ উল্লাহকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বৃহস্পতিবার তার দণ্ড ঘোষণা করা হয়েছে। রায়ে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি অতিরিক্ত আরও ৩০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

২০১৭ সালের ১১ ডিসেম্বর সাবওয়ে স্টেশনে বোমা বিস্ফোরণের চেষ্টা চালায় আকায়েদ। এতে কেউ নিহত না হলেও চার ব্যক্তি আহত হয়। বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেওয়ার দাবি করে এই যুবক। তবে তার জঙ্গি গোষ্ঠী আইএসের সঙ্গে কোনও সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। পুলিশ কর্তৃপক্ষ তাকে একজন হতাশ ব্যক্তি হিসেবে আখ্যায়িত করে।

বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সার্কিট জাজা রিচার্ড সুলিভান আকায়েদ উল্লাহ’র দণ্ড ঘোষণা করে বলেন, ওই ব্যক্তি সত্যিকারভাবে বর্বরোচিত এবং ঘৃণ্য অপরাধ করেছে। হামলায় আক্রান্তদের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, তারা শুধু কাজে বা স্কুলে যাচ্ছিলো।

তিন বছরের এক পুত্র সন্তানের বাবা আকায়েদ উল্লাহকে ন্যুনতম ৩৫ বছর কারাদণ্ড ভোগ করতে হবে। নিজের কর্মকাণ্ডের জন্য বিচারকের কাছে ক্ষমা প্রার্থনা করেন আকায়েদ। বিচারককে এই যুবক বলেন, ‘১১ ডিসেম্বর আমি যা করেছিলাম, তা ভুল ছিলো। আমার হৃদয়ের গভীর থেকে বলতে পারি আমি খুবই দুঃখিত।‘

প্রসিকিউটররা জানিয়েছেন, আকায়েদ উল্লাহ ওই সময়ে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতিতে হতাশ ছিলো। আইএস’র প্রচারণা তাকে যত বেশি সম্ভব মানুষকে হত্যা কিংবা আহত করতে উৎসাহ যোগায়। হামলার সময়ে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড ধারী ছিলো আকায়েদ।

/জেজে/বিএ/
সম্পর্কিত
বিরল সূর্যগ্রহণ দেখতে নায়াগ্রা জলপ্রপাতে জড়ো হবেন ১০ লাখ দর্শনার্থী
হোয়াইট হাউজের বিড়াল নিয়ে বই প্রকাশ করবেন মার্কিন ফার্স্টলেডি
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই প্রধান বিচারপতির সাক্ষাৎ
সর্বশেষ খবর
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
সিরিয়ায় ইসরায়েলি হামলায় নিহত ৩৮
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
বেচাকেনা জমজমাট, কম দামে ভালো পাঞ্জাবিতে আগ্রহ ক্রেতাদের
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
‘মাঝেমধ্যে ভাবি, আইপিএল কি আদৌ ক্রিকেট’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
ঈদে আরিয়ানের একমাত্র নির্মাণ ‘তখন যখন’
সর্বাধিক পঠিত
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
অ্যাপের মাধ্যমে ৪০০ কোটি টাকার রেমিট্যান্স ব্লক করেছে এক প্রবাসী!
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
প্রথম গানে ‘প্রিয়তমা’র পুনরাবৃত্তি, কেবল... (ভিডিও)
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
নিউ ইয়র্কে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত, যা জানা গেলো
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
বিএনপির ইফতারে সরকারবিরোধী ঐক্য নিয়ে ‘ইঙ্গিতময়’ বক্তব্য নেতাদের
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়
নেচে-গেয়ে বিএসএমএমইউর নতুন উপাচার্যকে বরণে সমালোচনার ঝড়