X
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪
১১ বৈশাখ ১৪৩১

লাল কলা, লাল কাঁঠাল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২১, ১১:৩৬আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ১১:৩৬

চিরচেনা হলুদ রঙয়ের কলা নয়। লাল রঙয়ের কলা। সবুজ-হলুদ মিশেলের কাঁঠালও নয়, এটিও লাল। দুটি ফলই উজ্জ্বল লাল বর্ণের। কোনও রাসায়নিক রঙ ব্যবহার ছাড়াই চেনা-পরিচিত ফলের এই রঙ দেখে খটকা লাগতে পারে। জৈব কৃষি বিজ্ঞানী ড. নজরুল ইসলাম ঝিনাইদহে তার কৃষি খামারে উৎপাদন করেছেন এই লাল কলা, আর আগামী বছর হবে লাল কাঁঠাল। মূলত বিদেশি জাতের এই গাছে দেশের মাটিতে ফলন আনতে সক্ষম হয়েছেন তিনি। লাল কাঁঠাল

ড. নজরুল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স করেন। উভয় পরীক্ষায় প্রথম শ্রেণি লাভ করেন তিনি। পরে জাপান থেকে পিএইচডি সম্পন্ন করেন। দেশে ফিরে তিনি বাংলাদেশ টেলিভিশন ও জাপানের হিউম্যান ডেভলপমেন্ট টেলিভিশনের যৌথ উদ্যোগে ডক্যুমেন্টারি তৈরির কাজ করেন। করোনাকালে সেই কাজ স্থগিত আছে। বর্তমানে ড. নজরুল বাংলার মৎস্য-কৃষি উন্নয়নে গবেষণা করছেন।

লাল কলা

ঝিনাইদহ কোটচাঁদপুরে দশ বিঘা জমিতে এখন তিনি জৈব কৃষি নিয়ে কাজ করছেন। বিদেশি নানা জাতের ফল উৎপাদন, এলাচ, জিরা কী নেই সেখানে। নজরুল ইসলাম বলেন, এখানে কোনও রাসায়নিক সার ব্যবহার করা হয় না। লাল কাঁঠাল গাছটি ভিয়েতনামি জাতের। সেটি এখানে হয় কিনা দেখার চেষ্টা করছি। এবছর কাঁঠাল ধরলেও সেটা ঝরে গেছে। ফলে লাল কাঁঠাল দেখতে এখনও এক বছর অপেক্ষা করতে হবে। তবে লাল কলা তিনি সফলভাবে উৎপাদন করতে পেরেছেন। ড. নজরুল ইসলাম

শুধু ফল না, রাইয়ান জৈব-কৃষি প্রকল্পে আধুনিক ও উন্নতমানের মুক্তা চাষের লক্ষ্যে এখন চলছে ঝিনুকের সার্জারি। গোলাপি ও হোয়াইট গোল্ড রঙয়ের মুক্তা পাওয়া যাবে ড. নজরুল ইসলামের রাইয়ান পার্ল হারবারে। ঝিনুকের সার্জারি

কেন চেনা রঙের বাইরে ভিন্ন রঙের ফল উৎপাদনে উৎসাহী হলেন প্রশ্নে নজরুল ইসলাম বলেন, বিদেশি জাতের ফল আমাদের দেশে উৎপাদন করা গেলে সাশ্রয়ী মূল্যে মানুষ তা পাবে। লাল কলায় আয়রন সাধারণ দেশি জাতের কলার চেয়ে বেশি থাকে। ফলে নারীদের আয়রনের অভাব দূর হবে। সেই আগ্রহের জায়গা থেকেই এসব চারা সংগ্রহ করেছি। আমার খামারটিকে ভিন্ন আঙ্গিকে তৈরির চেষ্টা করেছি। দেশে- বিদেশে যারা আগ্রহী হবেন তারা এখানে আসবেন। এই চারাগুলো বিস্তার লাভ করবে।

/ইউআই/এফএস/
সম্পর্কিত
বিজ্ঞান-প্রযুক্তিতে প্রধানমন্ত্রীর অবদানের কারণে মেধাবীরা দেশে ফিরছেন: তাপস
স্মার্ট বাংলাদেশ গড়ার ক্ষেত্র খুঁজতে কমিটি গঠন
ডেঙ্গু টিকার ‘কার্যকরী’ তথ্য পেয়েছে আইসিসিডিডিআর,বি এবং ইউভিএম
সর্বশেষ খবর
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
ট্রাকের সঙ্গে সংঘর্ষে বাস উঠে পড়লো রেললাইনে, ট্রেন থামিয়ে যাত্রীদের উদ্ধার
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
আপিল বিভাগে নিয়োগ পেলেন তিন বিচারপতি
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
চুরি করা গরুসহ ট্রাক থামিয়ে পালিয়ে যায় চোরেরা, আগুন ধরিয়ে দিলো জনতা
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
বাংলাদেশ সফরের জিম্বাবুয়ে দলে অ্যালিস্টার ক্যাম্পবেলের ছেলে
সর্বাধিক পঠিত
মিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
চলচ্চিত্র শিল্পী সমিতিমিশা-ডিপজলদের শপথ শেষে রচিত হলো ‘কলঙ্কিত’ অধ্যায়!
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
জরিপ চলাকালীন জমির মালিকদের জানাতে হবে: ভূমিমন্ত্রী
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ব্যাংক একীভূতকরণ নিয়ে নতুন যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
ডিবির জিজ্ঞাসাবাদে যা জানালেন কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…