X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

শিশুদের জন্য বই প্রকাশ করতে যাচ্ছেন মেগান মার্কেল

বিদেশ ডেস্ক
০৫ মে ২০২১, ১৬:৫৪আপডেট : ০৫ মে ২০২১, ১৬:৫৪
image

শিশুদের জন্য একটি বই লিখেছেন মেগান মার্কেল। ‘দ্য বেঞ্চ’ নামের বইটি প্রকাশ হবে আগামী মাসে। মঙ্গলবার প্রকাশক র‍্যান্ডম হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, বইটি লেখা হয়েছে মায়ের চোখ দিয়ে বাবা ও ছেলের সম্পর্ক দেখা নিয়ে। এক বিবৃতিতে মেগান বলেছেন, ‘দ্য বেঞ্চ শুরু হয়েছে একটি কবিতা দিয়ে, যেটি লিখেছিলাম আমার স্বামীর বাবা দিবসে, আর্চির জন্মের কয়েক মাসের মাথায়।’ বইটির সঙ্গে প্রতিটি পরিবারই নিজেদের সম্পৃক্ত করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মিররের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

‘দ্য বেঞ্চ’ বইটিতে মেগান মার্কেলের রাজকীয় পদবী ডাচেস অব সাসেক্স ব্যবহার করা হয়েছে। একমাত্র ছেলে সন্তান আর্চিকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসরত মেগান ও তার স্বামী প্রিন্স হ্যারি আরেকটি সন্তানের প্রত্যাশা করছেন।

‘দ্য বেঞ্চ’ বইটি একটি ছবির বই। প্রকাশ করছে র‍্যান্ডম হাউসি চিলড্রেন’স বুক। এর ইলাস্ট্রেশন করেছে পুরস্কার জয়ী শিল্পী ক্রিস্টিয়ান রবিনসন। আর অডিও বইটিতে বর্ণনা দিয়েছেন ডাচেস অব সাসেক্স। বিবৃতির সঙ্গে বইটির কিছু সারাংশও প্রকাশ করা হয়েছে। বইটিতে বহু সংস্কৃতির পরিবারের আনন্দদায়ক ইলাস্ট্রেশন রয়েছে।

ডিউক ও ডাচেস অব সাসেক্সের ব্যস্ততম বছরের সর্বশেষ উদ্যোগ হলো এই বই। বছর খানেক আগে রাজকীয় দায়িত্ব থেকে অব্যাহতি নেওয়ার পর থেকেই উত্তেজনার মধ্যে রয়েছেন মেগান ও মার্কেল ও প্রিন্স হ্যারি দম্পত্তি।

ওই ঘোষণায় এই যুগল জানান তারা নতুন করে স্বাধীনভাবে জীবনযাপন করতে চান। প্রচলন করেন নিজেদের দাতব্য ফাউন্ডেশন আর্চিওয়েল। নেটফ্লিক্স এবং স্পোটিফাই পোডকাস্টের সঙ্গে তারা লাখ লাখ ডলারের বাণিজ্যিক চুক্তিও করেছেন। সম্প্রতি প্রিন্স হ্যারি এক ঘোষণায় জানিয়েছেন তিনি মানসিক স্বাস্থ্য ও জীবন বিষয়ক পরামর্শক স্টার্টআপ উদ্যোগ বেটারআপের সঙ্গে ‘চিফ ইম্প্যাক্ট অফিসার’ হিসেবে যুক্ত হয়েছেন।

শিশুদের জন্য লিখিত বইটি মেগানের লেখালিখির প্রথম উদ্যোগ নয়। অভিনেত্রী হিসেবে তিনি লাইফস্টাইল ব্লগ দ্য টিগ-এ নিয়মিত লিখতেন তিনি। তবে প্রিন্স হ্যারির সঙ্গে ডেট শুরুর পর তা বন্ধ হয়ে যায়।

/জেজে/
সম্পর্কিত
সিরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করলো ব্রিটেন
ব্যাংকারদের সঙ্গে ইহুদি চরিত্র ‘শাইলক’-এর তুলনা করে তোপের মুখে ট্রাম্প
আগামী সপ্তাহেই হতে পারে গাজায় যুদ্ধবিরতি: হামাসের ‘ইতিবাচক’ সাড়ার পর ট্রাম্প
সর্বশেষ খবর
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল