X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

সুন্দরবনে শুকনো পাতা ভেদ করে জ্বলে উঠছে আগুন

খুলনা প্রতিনিধি
০৬ মে ২০২১, ১৯:০৭আপডেট : ০৬ মে ২০২১, ১৯:০৯

বাগেরহাটের শরণখোলায় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দাসের ভারানী এলাকায় ৪ দিন ধরে চলে আগুন নেভানোর কাজ। গত ৩ দিন ধরে সন্ধ্যায় কাজ শেষ করে পরদিন সকালে ফের কাজ করতে হচ্ছে ফায়ার সার্ভিসের সদস্যদের। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৬ মে) আগুনের ৪র্থ দিন ওই এলাকার আশপাশের আরও ৪০ স্থানে পাতা ভেদ করে জ্বলে উঠে আগুন। ফায়ার সার্ভিসের কর্মীরা তা নিভিয়েছেন।

ফায়ার সার্ভিসের শরণখোলা স্টেশন কর্মকর্তা আ. সাত্তার জানান, আগুন মঙ্গল ও বুধবার বিকাল পর্যন্ত সম্পূর্ণ নেভানো হয়েছিল। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থলে গিয়ে ১৯ জায়গায় আগুন দেখা যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা সে আগুন নেভানোর কাজ করতে করতে স্পট বাড়তে থাকে। বিকাল ৬টা পর্যন্ত ৪০টি স্পটে আগুন নেভানোর কাজ করতে হয়েছে।

সুন্দরবনে শুকনো পাতা ভেদ করে জ্বলে উঠছে আগুন

তিনি বলেন, এখানে সব লতা গুল্ম গাছ। ঝরা পাতার ২ ফুট স্তূপ রয়েছে। নিচের পাতা শুকনো। আর ওপরে কাচা পাতা। হিউমাসের আগুন পাতার স্তূপের মাঝ দিয়ে পুড়তে পুড়তে অন্য দিকে চলে যায়। এভাবে আগুন জ্বলছে এখন। শুক্রবারও এ আগুন জ্বলে উঠতে পারে।

তিনি আরও বলেন, ২ ফুট পাতার স্তূপ দিয়ে হেঁটে যাওয়া কঠিন। তারপর বাঘ ও সাপসহ হিংস্র বন্য প্রাণী হয়তো আছে। রাতে আলো নেই। সব মিলিয়ে বনের আগুন নেভানোর কাজ করা একটা বড় ধরনের চ্যালেঞ্জ।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা সঞ্জয় দাস বলেন, আগুনের খবর পেয়ে বৃহস্পতিবার সকাল থেকে বাগেরহাট, মোরেলগঞ্জ ও শরণখোলার তিনটি দল বিভিন্ন জায়গায় পাইপ লাইন টেনে পানি ছিটানোর কাজ করছে।

বনবিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, আগুন নেভানো হচ্ছে। কিন্তু পরদিন সকালে কিছু কিছু জায়গায় আবার আগুন জ্বলতে দেখা যাচ্ছে।

সুন্দরবনে শুকনো পাতা ভেদ করে জ্বলে উঠছে আগুন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাগেরহাটের ডিএডি গোলাম সরোয়ার বলেন, সব ধরনের আগুন নেভানোর কাজ করতে তার দক্ষ এবং প্রয়োজনীয় সব উপকরণই আছে। সুন্দরবনের এই এলাকার আগুন নেভানোর সমস্যা হচ্ছে পাতার স্তূপ। ২ ফুট পাতার মধ্যে পানি প্রবেশ করছে না। আর সাপসহ হিংস্র প্রাণীর বিষয়টি মাথায় রেখে কাজ করতে হচ্ছে। পাশাপাশি ৪/৫ কিলোমিটার পথ উপকরণসহ পায়ে হেঁটে গিয়ে কাজ করতে হচ্ছে। আর শুকনো পাতার ২ ফুট স্তূপের মধ্যে দিয়ে সামনে আগানো কঠিন কাজ।

 

/এনএইচ/
সম্পর্কিত
সুন্দরবন রক্ষায় কনক্রিট অ্যাকশন প্ল্যান করা হবে: পরিবেশ উপদেষ্টা
সুন্দরবনে হরিণ শিকারের ৬ শতাধিক ফাঁদ উদ্ধার, শিকারিরা ধরাছোঁয়ার বাইরে
সুন্দরবন থেকে হরিণ শিকারের ৬০০ ফাঁদ জব্দ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক