X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

বাড়ছে নদনদীর পানি, আসছে বন্যা?

সঞ্চিতা সীতু
০৯ মে ২০২১, ১৭:১১আপডেট : ০৯ মে ২০২১, ২১:০৮

দেশের উত্তর ও পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানির সমতল বাড়তে শুরু করেছে। তবে এখনও তা বিপৎসীমার নিচ দিয়েই প্রবাহিত হচ্ছে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতর ও ভারতের আবহাওয়া অধিদফতরের গাণিতিক মডেলের তথ্য মতে, আগামী ৪৮ ঘণ্টায় বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চল এবং ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে বাংলাদেশের উত্তর ও পূর্বাঞ্চলের নদ-নদীর পানির সমতল দ্রুত বাড়তে পারে।

এদিকে বাংলা ট্রিবিউনের সুনামগঞ্জ প্রতিনিধি জানান, উজানে বৃষ্টিপাতের ফলে সুনামগঞ্জ জেলায় যাদুকাটা, পুরাতন সুরমা ও সুরমা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। এই সময়ে সুনামগঞ্জ জেলার নদীগুলোর পানি কিছু পয়েন্টে বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, ৮ মে থেকে ১৫ মে পর্যন্ত সময়ে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা প্রদেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত এবং কিছু স্থানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিবুর রহমান বলেন, উজানের মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের ফলে জেলার সব নদ-নদীর পানি বাড়বে। এতে আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।

এদিকে এ বিষয়ে জানতে চাইলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ভারতে এবং আমাদের উত্তরাঞ্চলের দিকে বৃষ্টি হচ্ছে। এতে কিছু নদীর পানি বেড়ে যাবে। আগামী কয়েকদিন পানি আরও কিছুটা বাড়তে পারে। সুনামগঞ্জের দিকে ধান কাটা হয়ে গেছে। এখন হাওড়ে পানি আসা স্বাভাবিক। পানি কিছুটা বাড়বে। এখনও কোনও নদীর পানি বিপৎসীমার ওপরে ওঠেনি। ফলে এখনই আমরা বন্যার আশঙ্কা করছি না।

এদিকে আবহাওয়া অধিদফতরের জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং এর আশপাশের এলাকায় অবস্থান করছে।  মৌসুমে স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ,  সিলেট, চট্টগ্রাম,  খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি হয়েছে খেপুপাড়ায়, ৩৭ মিলিমিটার। এর বাইরে রাজারহাট ও সন্দ্বীপে ৪, ডিমলা, দিনাজপুর ও রাঙামাটিতে ২, সৈয়দপুর ও মাইজদীকোর্টে ৩, হাতিয়ায় ২৪, সিলেটে ৫, বগুড়ায় ৩২, বদলগাছিতে ২১, রংপুরে ৬, ভোলায় ৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে।  এছাড়া বরিশাল ও পটুয়াখালীতে সামান্য বৃষ্টি হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে আবহাওয়াবিদ আব্দুল মান্নান বলেন, চলতি সপ্তাহে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বৃষ্টি বাড়তে পারে। এছাড়া সারাদেশেই কম বেশি থেমে থেমে বৃষ্টি হতে পারে। এর ফলে নদ-নদীর পানি কিছুটা বাড়বে বলে তিনি জানান।

প্রসঙ্গত, গত বছর যে বন্যা হয়েছিল তা ছিল গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে দীর্ঘস্থায়ী। তিন দফা বন্যায় এক হাজার ৩২৩ কোটি টাকার ফসলের ক্ষতি হয়। এই ক্ষতি পুষিয়ে নিতে ৮২ কোটি ৫৪ লাখ টাকার পুনর্বাসন কর্মসূচি নিয়েছিল কৃষি মন্ত্রণালয়। ওই সময় বন্যায় ১২ লাখ ৭২ হাজার ১৫১ জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছিলেন। দুর্যোগ মন্ত্রণালয় জানায়, গত বছর জুলাই পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল ২৮ লাখ ১২ হাজার ৩৮০ জন মানুষ।  বন্যার পানিতে ডুবে মারা যায় ৪২ জন।

 

/এমআর/
সম্পর্কিত
মুহুরী নদীর পানি নামতে শুরু করলেও এখনও সংকট কাটেনি
দ. আফ্রিকায় বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৪৯
ভারতের বন্যা পরিস্থিতি: তলিয়েছে ১৫শ’ গ্রাম, মৃত ৪৬
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক