মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় মাগুরাগামী যাত্রীসহ একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। রবিবার (৯ মে) বিকালে পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর মাইক্রোবাসটির চালকসহ চার জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পাটুরিয়া নৌ-থানার দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক আবদুল্লাহ আল-মামুন এ তথ্য নিশ্চিত করেন।
পাটুরিয়া নৌ-থানা পুলিশ এবং ঘাটসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিকাল সাড়ে ৪টার দিকে ফেরিতে ওঠার জন্য পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাটে পৌঁছায় মাগুরাগামী মাইক্রোবাসটি। যানটিতে চালক রিয়াজ হোসেন, যাত্রী কামরুজ্জামান, শাহজাহান মণ্ডল ও মো. আলিফ নামে এক শিশু ছিল। এ সময় ঘাটের অ্যাপ্রোচ সড়কে অপর একটি গাড়িকে পাশ কাটতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়। এরপর মাইক্রোবাসের চালকসহ যাত্রীরা মাইক্রোবাস থেকে বের হয়ে তীরে ওঠেন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান।
পাটুরিয়া নৌ-থানার দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক জানান, এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। সন্ধ্যায় বিআইডব্লিউটিসির ক্রেন দিয়ে মাইক্রোবাসটি তীরে ওঠানো হয়।