নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে বাসের নিচে চাপা পড়ে দুই ব্যক্তি নিহত হয়েছেন।
রবিবার (৯ মে) সন্ধ্যা পৌনে ৬টার দিকে চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন ৫ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়িতে কর্মরত এএসআই শীলাব্রত বড়ুয়া।
নিহতরা হলেন- বোয়ালখালী উপজেলার শেখ চৌধুরী পাড়া আব্দুল সালাম মেম্বার বাড়ির মৃত মোহাম্মদ সৈয়দের ছেলে মো. আবু বক্কর (৪৮) ও চন্দনাইশ উপজেলার কানাই মাদারী এলাকার ওসমান গনির ছেলে মো. মজিদ উদ্দিন (৩৭)।
শীলাব্রত বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, দুজন মোটরবাইকে চড়ে চান্দগাঁও এলাকা থেকে নতুন ব্রিজ যাচ্ছিলেন। ৫ নম্বর ব্রিজ এলাকায় গেলে মোটরবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে এস আলম বাসের নিচে চাপা পড়ে। গুরুতর অবস্থায় দুজনকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।