X
বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

অনুমোদন পেলে টিকা অনেক আগেই চলে আসতো: চীনের রাষ্ট্রদূত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২১, ১৮:৩২আপডেট : ১০ মে ২০২১, ১৮:৩২

চীন গত ৩ ফেব্রুয়ারি উপহার হিসেবে করোনার টিকা দেওয়ার প্রস্তাব করেছিল,  কিন্তু তিন মাস পর এর অনুমোদন দিয়েছে বাংলাদেশ। সরকার এই অনুমোদন আরও  আগে দিলে অনেক আগেই টিকা বাংলাদেশে চলে আসতো বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

সোমবার (১০ মে) ডিপ্লোমেটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ- ডিক্যাব আয়োজিত ‘ডিক্যাব টকে’ তিনি এ কথা বলেন।

উপহারের পাঁচ লাখ টিকা আগামী ১২ মে ঢাকায় পৌঁছাবে জানিয়ে রাষ্ট্রদূত বলেন, ‘দুই সরকারের মধ্যে বাণিজ্যিকভাবে টিকা কেনার বিষয়ে আলোচনা চলছে।’

রাষ্ট্রদূত লি জিমিং বলেন, ‘বাংলাদেশের কাছ থেকে সিনোফার্মের টিকার অনুমোদন গত সপ্তাহে পাওয়া গেছে। কিন্তু দুঃখজনক হচ্ছে— ওই কোম্পানির কাছ থেকে অনেকেই  আগে থেকে টিকা  কিনেছে বলে তিনি জানান। এর ফলে বাংলাদেশ লাইনের পেছনের দিকে রয়েছে। এ বছরের দ্বিতীয়ার্ধে হয়তো টিকা পাওয়া যেতে পারে।’

তিনি বলেন, ‘আমি আমার সরকারকে বলেছি, এই মুহূর্তে টিকা সরবরাহের জন্য এবং আশা করি, এ বছরের দ্বিতীয়ার্ধে টিকা সরবরাহ করা যাবে।’

যৌথ উৎপাদনের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, ‘চীনের দুটি কোম্পানি এ বিষয়ে আলোচনা করেছে। কিন্তু দুঃখজনক হচ্ছে, এ বিষয়ে বাংলাদেশ পিছিয়ে আছে। এখানে অনেক কোম্পানি আছে, যারা আগ্রহী। কিন্তু তাদের ফ্যাক্টরি বা ল্যাবরেটরি নেই এবং এটি করতে অনেক সময় নেবে। তবে কয়েকটি প্রতিষ্ঠানের এই সুবিধা আছে। তাদের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হলে যৌথভাবে উৎপাদন হবে।’

চীনের টিকার কার্যকারিতা ৭৯ শতাংশ জানিয়ে তিনি বলেন, ‘পৃথিবীর অনেক দেশ চীনের টিকা ব্যবহার করছে।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
করোনার টিকা নিয়ে ৪ বছর ধরে ‘অজানা রোগে’ ভুগছেন সাংবাদিক বিষ্ণু
সর্বশেষ খবর
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপির তাৎক্ষণিক বিক্ষোভ
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
অনুদান কমিটি থেকে অভিনেত্রীর অব্যাহতি!
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
এনসিপির কার্যালয়ের সামনে আবারও ককটেল বিস্ফোরণ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
ভাটারায় ছেলেকে আগুন থেকে বাঁচাতে গিয়ে বাবা- মাসহ আরও তিনজন দগ্ধ
সর্বাধিক পঠিত
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
বরখাস্ত হলেন সেই ম্যাজিস্ট্রেট তাবাসসুম ঊর্মি
নবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
সংযুক্ত কর্মচারী প‌রিষ‌দের জরু‌রি সভানবম পে-কমিশন গঠনের কার্যক্রম শুরুর আশ্বাস অর্থ উপদেষ্টার
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
পরীক্ষার প্রশ্নে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, তদন্তে কমিটি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে ছয় সমন্বয়কের সাত দিন
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল
কার দোষে শ্রমবাজার বন্ধ হয় জানালেন আসিফ নজরুল