X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ঈদের ছুটিতে তামিম-মুশফিকদের জন্য কড়া নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মে ২০২১, ২২:৪৯আপডেট : ১১ মে ২০২১, ২২:৪৯

ঈদের পর শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। তারই প্রস্তুতি হিসেবে গত দুই সপ্তাহ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ক্রিকেটারদের অনুশীলন হয়েছে। মঙ্গলবার থেকে শুরু হয়েছে ঈদের ছুটি। আগামী ১৭ মে পর্যন্ত ছুটি কাটাবেন তামিম-মুশফিকরা। ১৮ মে থেকে শুরু হবে ফের অনুশীলন। ছুটিতে গেলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কড়া নির্দেশনা দিয়েছে ক্রিকেটারদের।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী ক্রিকেটারদের ছুটির সময়টাতে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছেন। মিরপুরে সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমরা দলের প্রতিটি ক্রিকেটারকে নির্দেশ দিয়েছি যেন ছুটির সময় তারা সতর্ক থাকেন। চলাচল, সামাজিকতা- প্রতিটি ক্ষেত্রেই তা তাদের মেনে চলতে বলা হয়েছে, যেহেতু ঈদের পরই সিরিজ। আমাদের মেডিক্যাল বিভাগ থেকে তাদের বলা হয়েছে, যেন জনসমাগমে তারা একদমই না যান। এছাড়াও করোনামুক্ত থাকতে যা যা করণীয় সবই তাদের করতে বলা হয়েছে।’

এতদিন প্রাথমিক দল নিয়ে অনুশীলন চললেও ঈদের পর চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করবেন নির্বাচকরা। ওই দল নিয়েই ঈদের পর অনুশীলন শুরু হওয়ার কথা। চূড়ান্ত দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের করোনা পরীক্ষার মাধ্যমে জৈব সুরক্ষা বলয়ে ঢুকিয়ে অনুশীলন করানো হবে।

বাংলাদেশের অনুশীলন শুরুর দুই দিন আগে, অর্থাৎ আগামী ১৬ মে ঢাকায় পৌঁছানোর কথা শ্রীলঙ্কা ক্রিকেট দলের। ঢাকায় ফিরেই তিন দিনের বাধ্যতামূলক রুম কোয়ারেন্টিনে থাকতে হবে সফরকারীদের। এরপর ১৯ মে থেকে লঙ্কানরা ফিরতে পারবেন অনুশীলনে।

১৯ ও ২০ মে মিরপুরের একাডেমিতে দুই দিনের অনুশীলন শেষে লঙ্কানরা বিকেএসপিতে একটি প্রস্তুতিমূলক ওয়ানডে খেলবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দুই দলের আসল লড়াই শুরু হবে ২৩ মে থেকে। ২৫ ও ২৮ মে সিরিজের শেষ দুটি ওয়ানডেও একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সব ম্যাচই দিবারাত্রির।

/আরআই/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক