X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৬ আষাঢ় ১৪৩২

যাত্রীবাহী লঞ্চ চালুর খবরে আনন্দের জোয়ার

বরিশাল প্রতিনিধি
২৩ মে ২০২১, ১৮:১১আপডেট : ২৩ মে ২০২১, ১৮:১১

দীর্ঘ ৪৬ দিন পর আগামীকাল সোমবার (২৪ মে) থেকে আবারও চালু হচ্ছে বরিশাল-ঢাকা নৌ-রুটসহ সারাদেশে যাত্রীবাহী নৌযান চলাচল। রবিবার (২৩ মে) সরকারি ঘোষণার পরপরই বরিশাল নদী বন্দরে নোঙর করে রাখা যাত্রীবাহী লঞ্চগুলো ধোয়া-মোছা শুরু হয়। ছুটিতে থাকা কর্মচারীদের দ্রুত কর্মস্থলে ফিরতে বলা হয়। লঞ্চ চালুর খবরে আনন্দের বন্যা বইছে নৌযান শ্রমিকদের মধ্যে। তবে করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলে প্রতিজ্ঞাবদ্ধ বরিশাল নদী বন্দর কর্তৃপক্ষ।

করোনা সংক্রমণ রোধে ৬ এপ্রিল থেকে সারাদেশে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ করে সরকার। লঞ্চ বন্ধ থাকায় মালিকরা বেশিরভাগ কর্মচারীদের বাড়ি পাঠিয়ে দেন কোনও বেতন-ভাতা ছাড়াই। দু-একজন কর্মচারীকে লঞ্চ পাহারা দেওয়ার জন্য রাখলেও তাদের বেতন-ভাতা দিতো না মালিকরা। এতে নৌযান শ্রমিকরা পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করে আসছিল। লঞ্চ চালুর দাবিতে তারা বরিশাল এবং চাঁদপুর নদী বন্দরে বিক্ষোভ করে। লঞ্চ মালিকরাও শনিবার ঢাকায় সংবাদ সম্মেলন করে লঞ্চ চালুর দাবি জানান।

রবিবার সরকার সারাদেশে যাত্রীবাহী নৌযান শুরুর ঘোষণা দেয়। ঘোষণার পরপরই শ্রমিকদের দ্রুত সময়ের মধ্যে কাজে যোগ দিতে বলা হয়। লঞ্চ চালু হলে শ্রমিকরা কোনওমতে খেয়ে পড়ে বাঁচতে পারবে বলে জানান নৌযান শ্রমিক ফেডারেশনের নেতারা। নৌযান শ্রমিক ফেডারেশনের আঞ্চলিক সভাপতি আবুল হাশেম  লঞ্চ চলাচল শুরু করায় সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি শাহ সাজেদা বলেন, কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। এ ব্যাপারে সরকারের কঠোর তদারকি জরুরি।

বিআইডব্লিউটিএ’র বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, লঞ্চ চলাচলের অনুমতি ঢাকা থেকে মুঠোফোনে জানিয়েছে কেন্দ্রীয় কার্যালয়। আগামীকাল থেকে লঞ্চ চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে। সে অনুসারে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বরিশাল-ঢাকা রুটসহ সারা দেশে যাত্রীবাহী ৭শ’ নৌযান রয়েছে। এতে কাজ করছে অন্তত ২০ হাজার নৌযান শ্রমিক।

 

/এমআর/
সম্পর্কিত
নৌপথে ফিরতি যাত্রীদের উপচে পড়া ভিড়
লঞ্চঘাটে কর্মস্থলে ফেরা মানুষের ভিড়
সদরঘাটে ঘরমুখো মানুষের ভিড়, ছাড়ছে বিশেষ লঞ্চ
সর্বশেষ খবর
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
ভূরাজনৈতিক অস্থিরতা ও মার্কিন পাল্টা শুল্ক বড় চ্যালেঞ্জ: বিজিএমইএ সভাপতি
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ
ইস্টার্ন ব্যাংকের চেয়ারম্যান ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ