X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

শেষ হচ্ছে গুগল ফটোজের ফ্রি সেবা, টাকা বাঁচাবেন যেভাবে

দায়িদ হাসান মিলন
২৭ মে ২০২১, ১৯:১৩আপডেট : ২৭ মে ২০২১, ১৯:১৩

গুগলের জনপ্রিয় সেবা গুগল ফটোস বিনামূল্যে ব্যবহারের দিন শেষ হয়ে আসছে। জুন মাসের ১ তারিখ থেকে নির্ধারিত কোটা পার হলেই প্লাটফর্মটিতে ছবি রাখার জন্য দিতে হবে টাকা। সে হিসাবে আর মাত্র ৪ দিন বিনামূল্যে গুগল ফটোজ ব্যবহারের সুযোগ পাওয়া যাচ্ছে।

ভারতের প্রযুক্তি বিষয়ক সংবাদমাধ্যম গেজেটস নাউ এক প্রতিবেদনে জানিয়েছে, গুগলের সব ধরনের সেবা মিলিয়ে একজন ব্যবহারকারী ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ সুবিধা পাবেন। অর্থাৎ, গুগল ড্রাইভ, জিমেইল, গুগল ফটোজ ইত্যাদি সব সেবা মিলিয়ে একজন ব্যবহারকারীর ১৫ গিগাবাইট স্টোরেজ বিনামূল্যে ব্যবহারের সুযোগ থাকছে।

গত বছরের শেষের দিকে ফটোজের স্টোরেজ পলিসিতে পরিবর্তন আনার ঘোষণা দেয় গুগল। তখন বলা হয়, ২০২১ সালের জুন মাস থেকে গুগল ফটোজ আর ফ্রি থাকবে না। ব্যবহারকারীদের জন্য নির্ধারিত ১৫ গিগাবাইটের কোটা পূরণ হয়ে গেলে বাড়তি স্টোরেজ ব্যবহারের ক্ষেত্রে অর্থ পরিশোধ করতে হবে। তবে একটু কৌশলী হলে টাকা না দিয়েই আরও অনেক মিডিয়া ফাইল গুগল ফটোজে রাখা যাবে। দেখে নিন সেই কৌশলগুলো-

১. গুগল ফটোজ সম্পর্কিত নতুন নীতিটি কার্যকর হবে ১ জুন। তার আগ পর্যন্ত ‘হাই কোয়ালিটি’ ছবি যত ইচ্ছা তত রাখা যাবে। এর মানে হলো- জুনের ১ তারিখের আগে গুগল ফটোজে আপনি যত ইচ্ছা তত ‘হাই কোয়ালিটি’ ছবি রাখতে পারবেন। এক্ষেত্রে আপনার জন্য নির্ধারিত ফ্রি ১৫ গিগাবাইট স্টোরেজে কোনও প্রভাব পড়বে না।

গুগল ফটোজে ছবি ‘হাই কোয়ালিটি’ করতে প্রথমেই প্লাটফর্মটির সেটিংস অপশনে যান। সেখান থেকে ‘হাই কোয়ালিটি’ অপশনটি সিলেক্ট করুন। এবার জুনের ১ তারিখের আগে প্রয়োজনীয় সব ছবি গুগল ফটোজে আপলোড করে ফেলুন।

২. গুগল ফটোজের নতুন নীতি কার্যকর হওয়ার আগে প্লাটফর্মটির লাইব্রেরিতে যান। সেখানে রাখা সবগুলো ছবিতে চোখ বুলানোর চেষ্টা করুন। একই ছবি একাধিক বার থাকলে, ব্লার ছবি কিংবা অপ্রয়োজনীয় ছবি থাকলে সেগুলো মুছে ফেলুন।

৩. জুনের ১ তারিখ থেকে নতুন নীতি কার্যকর হলে ব্যবহারকারীদের ‘হাই কোয়ালিটি’ ছবিও নির্ধারিত ১৫ গিগাবাইটে অন্তর্ভুক্ত হবে। এ কারণে বিনামূল্যের কোটা ব্যবহারে সবাইকে আরও বেশি সতর্ক হতে হবে। নিজের ১৫ গিগাবাইট ভালোভাবে ব্যবহারের জন্য গুগল ড্রাইভ এবং জিমেইল থেকে আপনার অপ্রয়োজনীয় সব ফাইল মুছে ফেলুন।

৪. আপনার খুব বেশি পরিমাণ মিডিয়া ফাইল সংরক্ষণের প্রয়োজন হলে একাধিক জিমেইল অ্যাকাউন্ট খুলতে পারেন। প্রত্যেকটি অ্যাকাউন্টের জন্য ১৫ গিগাবাইট ফ্রি স্টোরেজ পাবেন। এই স্টোরেজ কাজে লাগালেও অর্থ খরচ থেকে বেঁচে যাবেন আপনি।

৫. জুনের ১ তারিখের পর থেকে সব ছবি গুগল ফটোজে রাখবেন না। প্রয়োজনীয় কিছু ছবি আপনার ফোনের স্টোরেজেও রাখতে পারেন। এক্ষেত্রে আপনার স্মার্ট ফোনের স্টোরেজ বাড়ানোর বিষয়টি নিয়েও ভাবতে পারেন আরেকবার।

/এইচএএইচ/এমআর/
সম্পর্কিত
ইসরায়েলের সঙ্গে চুক্তির বিরোধিতা, ২৮ কর্মীকে বহিষ্কার করলো গুগল
লক থাকা স্ক্রিনেও দেখা যাবে গুগল ম্যাপ
তিনটি এআই সুবিধা যোগ হচ্ছে ক্রোম ব্রাউজারে
সর্বশেষ খবর
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
‘ডে আফটার টুমরো’ নয়, টুডে
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
জিম্মি মুক্তির বিষয়ে আন্তরিক হলেও গাজায় আগে যুদ্ধবিরতি চায় হামাস
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
হাসিনা-তাভিসিন আন্তরিক বৈঠক, থাইল্যান্ডের সঙ্গে ৫ দলিল স্বাক্ষর
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
৯ মে পর্যন্ত বন্ধ থাকবে চুয়েট, হলে থাকতে পারবেন শিক্ষার্থীরা
সর্বাধিক পঠিত
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
মৈত্রী ট্রেনে তল্লাশি, মুদ্রা পাচারের অভিযোগে আটক দুই বাংলাদেশি
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী
আমরা সবাই ফেরেশতা, বাস করি বেহেশতে: রায়হান রাফী