X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ ভাগ কর বাতিলের দাবি ছাত্র ইউনিয়নের

ঢাবি প্রতিনিধি
০৮ জুন ২০২১, ১৪:৫৯আপডেট : ০৮ জুন ২০২১, ১৫:০০

২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত ১৫ শতাংশ কর বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সেই সঙ্গে শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ এবং মহামারি সংকট মোকাবিলায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৮ জুন) দুপুর একটায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ ও সঞ্চালন করেন সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক খায়রুল আহসান জাহিদ।

সমাবেশে ফয়েজ উল্লাহ বলেন, শিক্ষা খাতকে ধ্বংস করার জন্য এ বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেট যদি শিক্ষার্থীবান্ধব হতো তাহলে শিক্ষার্থীদের কথা চিন্তা করা হতো। কিন্তু তা না করে তারা উল্টো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ১৫ শতাংশ কর আরোপ করেছে সরকার। এতে প্রমাণ হয় এ বাজেট শিক্ষার্থীবান্ধব নয় বরং শিক্ষা খাতকে ধ্বংস করার বাজেট। কর বাতিলের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে যারা ব্যবসায় মেতে উঠেছেন তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান ফয়েজ উল্লাহ।

সংসদে বাজেট প্রস্তাবের পর ছাত্রলীগের আনন্দ মিছিলেরও সমালোচনা করেন ছাত্র ইউনিয়ন সভাপতি। তিনি বলেন, ‘ছাত্রলীগ কোন শিক্ষার্থীবান্ধব সংগঠন নয়। বাজেট ঘোষণা শেষ হতে না হতেই তারা এটাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে। তাতে শিক্ষার্থীদের জন্য কী করা হয়েছে সে বিষয়ে তাদের মাথাব্যথা নেই।’

প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে সংগঠনটির সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, এ বাজেট আওয়ামী লীগ, ছাত্রলীগ আর শ্রমিক লীগের বাজেট। এ বাজেটে সাধারণ শিক্ষার্থীদের কোন অংশ নেই, সাধারণ মানুষের কোন অংশ নেই। প্রস্তাবিত বাজেটে ব্যবসায়ীদের খুশি করার সব আয়োজন করা হয়েছে। অবিলম্বে এ প্রস্তাবিত বাজেট বাতিল করে শিক্ষাখাতে ২৫ ভাগ বরাদ্দের দাবি জানাচ্ছি।

এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু। সমাবেশ শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে থেকে একটি মিছিল নিয়ে রোকেয়া হল-শামছুন্নাহার হল হয়ে টিএসসিতে গিয়ে শেষ করে কর্মসূচি শেষ করে সংগঠনটি।

/ইউএস/
সম্পর্কিত
জামায়াত নেতা এটিএম আজহারের খালাসের প্রতিবাদে বিক্ষোভ
ছাত্র ইউনিয়নের ৪২তম জাতীয় সম্মেলন শুরু 
লালমনিরহাটে মুক্তিযুদ্ধের ম্যুরাল ভাঙচুরজেলা প্রশাসককে আইনের আওতায় আনার দাবি ছাত্র ইউনিয়নের
সর্বশেষ খবর
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
১৩ ছাত্রীকে যৌন হয়রানি: অভিযুক্ত শিক্ষককে বাঁচাতে মরিয়া সহকর্মীরা
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
ফিরে দেখা: ৪ জুলাই ২০২৪
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
গ্রেনাডাতেও ওয়েবস্টার-ক্যারির ব্যাটে ঘুরে দাঁড়ালো অস্ট্রেলিয়া
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
মুরাদনগরে দুই সন্তানসহ মাকে পিটিয়ে হত্যা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি