X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ ভাগ কর বাতিলের দাবি ছাত্র ইউনিয়নের

ঢাবি প্রতিনিধি
০৮ জুন ২০২১, ১৪:৫৯আপডেট : ০৮ জুন ২০২১, ১৫:০০

২০২১-২০২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেসরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উপর আরোপিত ১৫ শতাংশ কর বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। সেই সঙ্গে শিক্ষা খাতে জাতীয় বাজেটের ২৫ শতাংশ বরাদ্দ এবং মহামারি সংকট মোকাবিলায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (৮ জুন) দুপুর একটায় সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ ও সঞ্চালন করেন সংগঠনটির সহ-সাধারণ সম্পাদক খায়রুল আহসান জাহিদ।

সমাবেশে ফয়েজ উল্লাহ বলেন, শিক্ষা খাতকে ধ্বংস করার জন্য এ বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেট যদি শিক্ষার্থীবান্ধব হতো তাহলে শিক্ষার্থীদের কথা চিন্তা করা হতো। কিন্তু তা না করে তারা উল্টো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপর ১৫ শতাংশ কর আরোপ করেছে সরকার। এতে প্রমাণ হয় এ বাজেট শিক্ষার্থীবান্ধব নয় বরং শিক্ষা খাতকে ধ্বংস করার বাজেট। কর বাতিলের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয় নিয়ে যারা ব্যবসায় মেতে উঠেছেন তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান ফয়েজ উল্লাহ।

সংসদে বাজেট প্রস্তাবের পর ছাত্রলীগের আনন্দ মিছিলেরও সমালোচনা করেন ছাত্র ইউনিয়ন সভাপতি। তিনি বলেন, ‘ছাত্রলীগ কোন শিক্ষার্থীবান্ধব সংগঠন নয়। বাজেট ঘোষণা শেষ হতে না হতেই তারা এটাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে। তাতে শিক্ষার্থীদের জন্য কী করা হয়েছে সে বিষয়ে তাদের মাথাব্যথা নেই।’

প্রস্তাবিত বাজেটের সমালোচনা করে সংগঠনটির সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, এ বাজেট আওয়ামী লীগ, ছাত্রলীগ আর শ্রমিক লীগের বাজেট। এ বাজেটে সাধারণ শিক্ষার্থীদের কোন অংশ নেই, সাধারণ মানুষের কোন অংশ নেই। প্রস্তাবিত বাজেটে ব্যবসায়ীদের খুশি করার সব আয়োজন করা হয়েছে। অবিলম্বে এ প্রস্তাবিত বাজেট বাতিল করে শিক্ষাখাতে ২৫ ভাগ বরাদ্দের দাবি জানাচ্ছি।

এসময় আরো বক্তব্য রাখেন সংগঠনটির সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু। সমাবেশ শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে থেকে একটি মিছিল নিয়ে রোকেয়া হল-শামছুন্নাহার হল হয়ে টিএসসিতে গিয়ে শেষ করে কর্মসূচি শেষ করে সংগঠনটি।

/ইউএস/
সম্পর্কিত
জাবি ছাত্র ইউনিয়নের দুই নেতার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের মামলা
বঙ্গবন্ধুর ছবি মুছে ব্যঙ্গচিত্র, জাবি ছাত্র ইউনিয়নের দুই নেতাকে বহিষ্কার
‘বর্তমান শিক্ষার প্রধান ধারা বেসরকারি ও বাণিজ্যিক’
সর্বশেষ খবর
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
চাটমোহরে ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা শুরু
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রাজশাহীতে দিনব্যাপী অনুষ্ঠিত হলো বিভাগীয় সর্বজনীন পেনশন মেলা
রুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
নাটোরে উপজেলা নির্বাচনরুবেলকে শোকজ দিলো উপজেলা আ’লীগ, প্রার্থিতা প্রত্যাহারের নির্দেশ পলকের
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
এমপি দোলনের গাড়ি লক্ষ্য করে ইট নিক্ষেপ, সাংবাদিক আহত
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া