রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে মো. কছির উদ্দিন (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন মডেল থানা। পুলিশ বলছে, গ্রেফতারকৃত যুবক একজন মাদক ব্যবসায়ী।
কছির উদ্দিনকে গ্রেফতারের সময় তার কাছ থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়েছে বলেও দাবি করেছে পুলিশ।
পল্টন মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক জানান, মঙ্গলবার রাতে পল্টন থানার আনন্দ ভবন কমিউনিটি সেন্টার এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তিনি কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেন।
তার বিরুদ্ধে পল্টন মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।