X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ব্রাজিল নয়, কোপা আমেরিকার বিরুদ্ধে নেইমাররা

স্পোর্টস ডেস্ক
০৯ জুন ২০২১, ২২:৪৮আপডেট : ১২ জুন ২০২১, ০০:২৪

যত এগিয়ে আসছিল কোপা আমেরিকা, তত যেন জট বাঁধছিল। প্রথমে দুই আয়োজক- আর্জেন্টিনা ও কলম্বিয়ার নাম কাটা পড়া, এরপর আয়োজকের দায়িত্ব পাওয়া ব্রাজিল ফুটবল দলের ‘না’ খেলার হুমকি। সব সমস্যায় ইতি সম্ভবত টানা হয়ে গেছে নেইমারদের এক চিঠিতে। যেখানে তারা জানিয়েছেন, ব্রাজিল জাতীয় দলের বিরুদ্ধে কখনোই যাননি তারা, তাদের অবস্থান কোপা আমেরিকা ও লাতিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা কনমেবলের বিরুদ্ধে।

২০২০ সালের কোপা হতে যাচ্ছে এ বছর। দিনকয়েক পর শুরু হতে যাওয়া এই প্রতিযোগিতার মূল আয়োজক ছিল আর্জেন্টিনা ও কলম্বিয়া। কিন্তু সরকারবিরোধী আন্দোলনে কলম্বিয়া সরে দাঁড়ানোর পর আর্জেন্টিনার নাম কাটা পড়ে করোনাভাইরাসের কারণে। নতুন করে ব্রাজিলের নাম ঘোষণা করা হলেও সেখানে দেশটির খেলোয়াড়দের বিরুদ্ধ অবস্থান কোপা আয়োজন হুমকির মুখে ফেলে দেয়।

শুরুতে জানা যায়, ইউরোপভিত্তিক খেলোয়াড়রা কোপা বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন। পরবর্তীতে জানা যায়, শুধু ইউরোপ নয়, ব্রাজিল দলের সবাই কোপার বিরুদ্ধে। ব্রাজিলে প্রতিদিন হাজারো মানুষের করোনায় প্রাণ হারানো এবং প্রায় লাখের কাছাকাছি আক্রান্ত হওয়ার পরও দেশটি কীভাবে কোপা আয়োজনের সিদ্ধান্ত নেয়, এটাই ছিল নেইমার-কাসেমিরোদের প্রশ্ন।

ফলে কোপা আমেরিকায় ব্রাজিল খেলবে কিনা, তা নিয়ে সংশয় জন্মে। যদিও সব সংশয় কেটে গেছে। কোপার সংগঠন কনমেবলকে ধুয়ে দিয়ে ব্রাজিলের খেলোয়াড়রা জানিয়েছেন, তারা কখনোই জাতীয় দলের বিরুদ্ধে নন। এক বিবৃতিতে নেইমাররা জানিয়েছেন, ‘মানবিক কিংবা পেশাগত, যে কারণেই হোক, কোপা আমেরিকা আয়োজনে কনমেবল যে পথে এগিয়েছে, আমরা সন্তুষ্ট নই।’ একই সঙ্গে তারা নিশ্চিত করেছেন, ‘আমরা কোপা আমেরিকার সংগঠনের বিরুদ্ধে, তবে আমরা কখনোই বলিনি ব্রাজিল জাতীয় দলে খেলবো না।’

ব্রাজিলের আগে আর্জেন্টিনা ও উরুগুয়েও তাদের অবস্থান থেকে সরে আসায় ১৪ জুন থেকে কোপা আমেরিকা শুরু হতে আর কোনও বাধা থাকলো না। উদ্বোধনী দিনে ব্রাজিল মুখোমুখি হবে ভেনেজুয়েলার।

/কেআর/
সম্পর্কিত
কোপার ‘টিম অব দ্য টুর্নামেন্টে’ মেসিসহ আর্জেন্টিনার ৫জন
শীর্ষেই আর্জেন্টিনা, ব্রাজিলের অবনতি
মেসিকে ক্ষমা চাইতে বলায় চাকরি হারালেন আর্জেন্টিনার ক্রীড়া কর্মকর্তা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’