X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

কত বিদেশি কাজ করছেন, জানতে চায় সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুন ২০২১, ১৬:৪৮আপডেট : ১০ জুন ২০২১, ১৬:৪৮

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের চলমান বিভিন্ন প্রকল্পে কত জন বিদেশি কাজ করছেন, তা জানতে চেয়েছে সংসদীয় কমিটি।

বৃহস্পতিবার (১০ জুন) সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রণালয়কে এ বিষয়ে পরবর্তী বৈঠকে কমিটির কাছে তথ্য উপস্থাপনের জন্য বলা হয়েছে।

বৈঠক শেষে কমিটির সদস্য এনামুল হক বলেন, ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কোন কোন প্রকল্পে কয়টি বিদেশি প্রতিষ্ঠান কাজ করছে এবং সেখানে কত জন বিদেশি কর্মরত রয়েছেন, তা কমিটি জানতে চেয়েছে। কমিটির আগামী বৈঠকে এর তালিকা দিতে বলা হয়েছে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আজকের বৈঠকে বিষয়টি নিয়ে কোনও আলোচনা হয়নি। তবে কমিটির সভাপতি এই তথ্য চেয়েছেন। মন্ত্রণালয় তথ্য দিলে হয়তো এ নিয়ে আলোচনা হবে।’

বৈঠকে সড়ক ও মহাসড়কের স্পিড ব্রেকার অপসারণ এবং রাজস্ব আদায়ের লক্ষ্যে নীতিমালা তৈরি ও ইজিবাইককে রেজিস্ট্রেশনের আওতায় আনার জন্য  সুপারিশ করা হয়।

এ বিষয়ে এনামুল হক বলেন, ‘ইলেকট্রিক বা ব্যাটারি-চালিত যানগুলোকে নিবন্ধনের আওতায় আনার জন্য কমিটি জোর দিয়েছে। মন্ত্রণালয় জানিয়েছে, তারা এ লক্ষ্যে আইন সংশোধনের কাজ করছে। শিগগিরই সংসদে সেটা তোলা হবে। ব্যাটারি-চালিত যানগুলো পরিবেশের বান্ধব। আমাদের বিদ্যুতের উৎপাদন ভালো। জ্বালানি তেলের ওপর চাপ কমাতে এই যানগুলোকে নিবন্ধনের আওতায় আনা দরকার। এতে রাজস্বও বাড়বে।’

বৈঠকে সড়ক ও জনপথ অধিদফতরের সিলেট জোনের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পগুলোর সর্বশেষ অবস্থা ও বাস্তবায়ন অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন এবং বাংলদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সেবা আধুনিকায়নের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে আলোচনা করা হয়।

বৈঠকে বিআরটিএ’র সেবা আধুনিকায়নে সকল দুর্নীতি রোধ, বিআরটিএ’র শূন্য পদের সংখ্যা, শূন্য পদ পূরণের পদক্ষেপ গ্রহণের বিষয়ে একটি প্রতিবেদন আগামী সভায় উপস্থাপনের জন্য বলা হয়েছে।

কমিটির সদস্য এনামুল হক বলেন, ‘বিআরটিএ যাতে আরও আধুনিক পদ্ধতিতে সেবা দিতে পারে, সেজন্য কমিটি পরের বৈঠকে এসব তথ্য চেয়েছে। তারা সবসময় বলে— তাদের জনবল কম। এজন্য কমিটি বলেছে, জনবলের বিষয়ে সার্বিক চিত্র তুলে ধরে যাতে একটি প্রতিবেদন দেওয়া হয়।’

কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের (ভার্চুয়ালি), এনামুল হক, হাসিবুর রহমান স্বপন, আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, ছলিম উদ্দীন তরফদার, শেখ সালাহউদ্দিন, সৈয়দ আবু হোসেন এবং রাবেয়া আলীম বৈঠকে অংশ নেন।

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
ডেমু ট্রেনের সরবরাহকারীদের তলব করলো সংসদীয় কমিটি
বিটিভির তিন জেলা প্রতিনিধি পরিবর্তনের সুপারিশ, কনটেন্ট নিয়েও আলোচনা
প্রাণিসম্পদ অধিদফতরের দুর্নীতির অভিযোগ তদন্ত করবে সংসদীয় কমিটি
সর্বশেষ খবর
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
গ্রিন-স্মিথের ফিফটিতে গ্রেনাডায় স্বস্তিতে অস্ট্রেলিয়া
ইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
ক্লাব বিশ্বকাপইনজুরি টাইমের নাটকীয়তায় ডর্টমুন্ডকে হারিয়ে সেমিফাইনালে রিয়াল
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
শিগগিরই চালের দাম সহনীয় পর্যায়ে আসবে: খাদ্য উপদেষ্টা
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
গিলের রেকর্ড ছোঁয়ার দিনে ভারতের দাপট
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল