X
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪
১৩ বৈশাখ ১৪৩১

সাপের বিষ সারাতে ৩৭ হাজার টাকায় ৭ দিনের চুক্তি

বরিশাল প্রতিনিধি
১০ জুন ২০২১, ১৯:১২আপডেট : ১০ জুন ২০২১, ২১:৩১
image

বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামে সাপে কাটা এক তরুণীকে সারিয়ে তুলতে গত কয়েকদিন ধরে ঢাক-ঢোল ও বাঁশিসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে চিকিৎসা দিচ্ছিলেন এক কবিরাজ। সাত দিনে সারিয়ে তুলবেন এমন চুক্তিতে ৩৭ হাজার টাকা নেন ওই তরুণীর পরিবারের কাছ থেকে।

তবে খবর পেয়ে পুলিশ এলে পালিয়ে যান কবিরাজ ও তার দলের সদস্যরা। ফেরত দেননি ৩৭ হাজার টাকাও।

পুলিশ এসে ওই তরুণীকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বৃহস্পতিবার (১০ জুন) দুপুরে বাড়ি ফেরেন ওই তরুণী।

ওই কবিরাজের নাম- আলী আকবর হোসেন। তিনি মাদারীপুরের কালকিনি উপজেলার দক্ষিণ রমজানপুর গ্রামের বাসিন্দা। তার সঙ্গে ছিলেন - দক্ষিণ রমজানপুর গ্রামের মো. তোফায়েল, মো. হাফিজুল, মো. বাপ্পি, মো. হানিফ ও মো. শাজাহান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার (০৭ জুন) রাতে ওই তরুণীকে সাপ বা বিষাক্ত কোনও পোকা কামড় দিলে সে আতঙ্কিত হয়ে পড়েন। ওই রাতেই তাকে মাদারীপুরের কালকিনিতে কবিরাজ আলী আকবর হোসেনের কাছে নিয়ে যান। ঝাড়ফুঁক শেষে বাড়ি ফিরে এলে মঙ্গলবার (০৯ জুন) ওই তরুণী ফের অসুস্থ হয়ে পড়েন। এরপর কবিরাজকে বাড়িতে আনা হয়।

কবিরাজ ও তার দল বাড়ির উঠানে শামিয়ানা টাঙিয়ে, কলাগাছ পুঁতে, মোমবাতি, আগরবাতি ও ধূপ জ্বালিয়ে তরুণীকে একটি চেয়ারে বসিয়ে ‘আধ্যাত্মিক’ চিকিৎসা শুরু করেন। একইসঙ্গে বাদ্যযন্ত্র বাজিয়ে মন্ত্র পড়ে তরুণীকে ঝাড়ফুঁক দিতে থাকেন।

মঙ্গলবার গড়িয়ে বুধবার (১০ জুন) পর্যন্ত চলে ঝাড়ফুঁক। খবর পেয়ে জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তারিকুল ইসলাম তারেক বুধবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। পুলিশের উপস্থিতি টের পেয়ে কবিরাজ ও তার দল পালিয়ে যান।

তরুণীর স্বজনরা জানান, আধ্যাত্মিক চিকিৎসা দেওয়ার কথা বলে ৪৫ হাজার টাকা দাবি করেন কবিরাজ। শেষ পর্যন্ত ৩৭ হাজার টাকায় রাজি হন। তবে ৬ সদস্যের কবিরাজ দলের খাওয়া-থাকা বহন করবে রোগীর অভিভাবক। ৩-৭ দিনের মধ্যে রোগীকে সুস্থ করে তোলার গ্যারান্টি দেন কবিরাজ।

তরুণীর বাবা জানান, ওই কবিরাজের চিকিৎসায় সাপে কাটা অনেক রোগী ভালো হয়েছে। এই বিশ্বাসে চুক্তি করে আগাম টাকা পরিশোধ করেন। মঙ্গলবার সকাল থেকে বুধবার রাত পর্যন্ত কবিরাজের চিকিৎসায় তার মেয়ের অবস্থার উন্নতি হয়নি।

আগরপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মহিদুল আলম বলেন, ওই কবিরাজকে ধরার জন্য স্থানীয়দের কাছে পুলিশের মোবাইল নম্বর দেওয়া হয়েছে। তাকে পাওয়া মাত্র আটক করা হবে।

/এফআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
কেমন চলছে ভারতের লোকসভার দ্বিতীয় দফার ভোট?
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
সাফের আগে চাইনিজ তাইপের বিপক্ষে সাবিনাদের ম্যাচ
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
কানের ধ্রুপদি বিভাগে শ্যাম বেনেগালের ‘মন্থন’
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
থাইল্যান্ডের রাজা-রানির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
দুদকের চাকরি ছাড়লেন ১৫ কর্মকর্তা
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
স্কুল-কলেজে ছুটি ‘বাড়ছে না’, ক্লাস শুরুর প্রস্তুতি
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
ধানের উৎপাদন বাড়াতে ‘কৃত্রিম বৃষ্টির’ পরিকল্পনা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
খুলনায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ
চুক্তিতে মাউশির ডিজি হলেন নেহাল আহমেদ