X
শনিবার, ০৫ জুলাই ২০২৫
২১ আষাঢ় ১৪৩২

কাদের মির্জার গ্রেফতার দাবিতে হরতালের ডাক

নোয়াখালী প্রতিনিধি
১২ জুন ২০২১, ১৪:২৪আপডেট : ১২ জুন ২০২১, ১৫:১১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেছেন তার কর্মী ও অনুসারীরা। একই সঙ্গে এ ঘটনায় ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগ।

বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের নেতৃত্বে বাদলের ওপর হামলার অভিযোগ এনে শনিবার (১২ জুন) দুপুরে হরতালের ডাক দেওয়া হয়।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে উপজেলার আট ইউনিয়নের নেতাকর্মীরা কাদের মির্জাকে গ্রেফতারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল এবং সড়ক অবরোধ করেন। এ সময় বসুরহাট- বাংলাবাজার-চাপরাশিরহাটের প্রধান সড়ক এবং উপজেলার আট ইউনিয়নের সড়কগুলোর যোগাযোগ বসুরহাট থেকে বিচ্ছিন্ন করে দেন বাদলের অনুসারীরা।

সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বসুরহাট বাজারের প্রেস ক্লাবের সামনে বসুরহাট-দাগনভূঞা সড়কে বাদলের ওপর হামলার ঘটনা ঘটে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, সড়ক অবরোধ করেছেন বাদলের অনুসারীরা। তাদেরকে সড়ক থেকে সরিয়ে যোগাযোগ স্বাভাবিক করার চেষ্টা করছি আমরা। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

এদিকে, বাদলের ওপর হামলার প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র ও আবদুল কাদের মির্জার ভাগনে মাহবুবুর রশিদ মঞ্জু।

দুপুর ১২টায় ফেসবুক লাইভে এসে হরতালের ডাক দেন তিনি। একই সঙ্গে দলীয় নেতাকর্মীদের হরতাল পালনের আহ্বান জানান। ফেসবুক লাইভে তার সঙ্গে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান ও সেতুমন্ত্রীর ভাগনে আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম রাহাত।

ফেসবুক লাইভে মাহবুবুর রশিদ মঞ্জু বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ডুয়েল রোল প্লে করছেন। ডুয়েল রোল প্লে করে আপনি কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের মান সম্মান নষ্ট করে দিয়েছেন। আমরা প্রতিবাদ করেছি। আপনি আমাদের মাঠে নামিয়েছেন। কাদের মির্জার বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আমরা মুখ খুলবো। কাদের মির্জা ও তার সন্ত্রাসী বাহিনীকে গ্রেফতার করুন।

মাহবুবুর রশিদ মঞ্জু বলেন, শনিবার সকাল ৯টায় সাবেক উপজেলা চেয়ারম্যান বাদল ব্যক্তিগত গাড়িতে আওয়ামী লীগ নেতা হাসিবুল হোসেন আলালসহ ঢাকার উদ্দেশে রওনা হন। বসুরহাট বাজারে প্রেস ক্লাবের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে কাদের মির্জার ৪০-৫০ জন অনুসারী বাদলের গাড়ির সামনে দাঁড়ায়। সেই সঙ্গে অতর্কিত হামলা চালায় তারা। হামলাকারীরা প্রথমে তার গাড়ি ভাঙচুর করে। একপর্যায়ে গাড়ির গতিরোধ করে বাদলকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. মো. জোবায়ের জানান, আহত মিজানুর রহমান বাদল ও হাসিবুল হোসেন আলালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জানতে মেয়র আবদুল কাদের মির্জার ফোনে কল দিলে অপর প্রান্ত থেকে তার সহকারী পরিচয় দিয়ে একজন বলেন, ‘কাদের মির্জা অসুস্থ, বিশ্রামে আছেন।’

হামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মেয়র বা তাদের লোকজন হামলার সঙ্গে জড়িত নয়। তারা সেখানে ছিলেন না।’

/এএম/
সম্পর্কিত
পাওনা টাকা চাওয়ায় মারধর, ৯৯৯-এ ফোন করে উদ্ধার
সমকাল প্রকাশকের বাড়িতে হামলার প্রতিবাদ সাইফুল হকের
পাটগ্রাম থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নিয়েছে বিএনপির নেতারা
সর্বশেষ খবর
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
জয়ের পর মনিকা চাকমা বললেন, ‘আজ অনেক ভালো লাগছে’
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
ঢাকায় উদযাপিত হলো উল্টো রথযাত্রার শোভাযাত্রা
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
বলিরেখা কমাতে সাহায্য করে এই ৪ খাবার
সর্বাধিক পঠিত
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
জামায়াতের অনুষ্ঠানে ‘সৎ’ লোককে ভোট দিতে বলা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
জুলাই অভ্যুত্থানের প্রথম অংশ অবশ্যই মেটিকুলাসলি ডিজাইনড: মাহফুজ আলম
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ
ছেলের বিয়ের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতা বাবাকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ