X
শনিবার, ২০ এপ্রিল ২০২৪
৭ বৈশাখ ১৪৩১

খুলনায় করোনা হাসপাতালে আরও ৪ মৃত্যু, পরিস্থিতি মোকাবিলায় হচ্ছে দ্বিতীয় ইউনিট

খুলনা প্রতিনিধি
১৪ জুন ২০২১, ১০:৪৯আপডেট : ১৪ জুন ২০২১, ১২:০৪

খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালের পিসিআর ল্যাবের পরীক্ষায় একদিনে ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া একই সময়ে খুলনার করোনা হাসপাতালে আরও চার জনের মৃত্যুর তথ্য জানানো হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী খুমেকের পিসিআর মেশিনে ১৩ জুন ৩৭৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২২৮ জন খুলনা মহানগরী ও জেলার। এর মধ্যে ১৪৮ জনের করোনা পজিটিভ এসেছে। শনাক্তদের মধ্যে খুলনা মহানগরী ও জেলার ৮৯ জন, বাগেরহাট ৪৬ জন, যশোরের ছয় জন, সাতক্ষীরার পাঁচ, নড়াইলের একজন ও পিরোজপুর জেলার একজন রয়েছে। খুমেক পিসিআর ল্যাবের রবিবার মোট নমুনা পরীক্ষায় করোনা শনাক্তের হার ছিল ৩৯.৫৭ শতাংশ।

এদিকে খুলনা করোনা হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, ১৪ জুন সকাল ৮টা পর্যন্ত ভর্তি রোগীর সংখ্যা ১৪১ জন। এর মধ্যে রেড জোনে ৭৬ জন, ইয়োলো জোনে ১৬ জন, এইচডিইউ তে ২৮ জন ও আইসিইউতে ২১ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হয়েছেন ৪৩ জন। ছাড়পত্র নিয়েছেন ৪৩ জন, আর মারা গেছেন চার জন। এর মধ্যে দুই জন করোনায় ও অন্য দুই জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন বলে জানান তিনি।

এদিকে সংক্রমণ করোনা হাসপাতালে দিন দিন রোগীর সংখ্যা বাড়ছে। এ অবস্থায় খুমেক হাসপাতাল কর্তৃপক্ষ করোনা হাসপাতালের দ্বিতীয় ইউনিট চালুর উদ্যোগ নিয়েছে। আপাতত হাসপাতালের সাবেক গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগকে নির্বাচন করা হয়েছে বলে জানিয়েছেন খুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. রবিউল হাসান।

তিনি বলেন, করোনা হাসপাতালের পাশেই ওই ওয়ার্ডটি। সেখানেই দ্বিতীয় ইউনিট করা নিরাপদ হবে। তবে সাবেক অর্থোপেডিক ওয়ার্ডকে নিয়ে করোনা হাসপাতাল করার পরিকল্পনা করা হলে সে যায়গা থেকে সরে আসে কর্তৃপক্ষ।

এ প্রসঙ্গে হাসপাতালের পরিচালক বলেন, সাবেক অর্থোপেডিক ওয়ার্ডটি করোনা ওয়ার্ড করা হলে, অন্য রোগীরা ঝুঁকির মধ্যে পড়তে পারেন। তাই শুধুমাত্র আগের গ্যাস্ট্রোলজি বিভাগকে করোনার দ্বিতীয় ইউনিট করা হচ্ছে। এজন্য ইতোমধ্যে প্রয়োজনীয় সংখ্যক ডাক্তার ও নারস পদায়ন করার প্রক্রিয়া হাতে নেয়া হয়েছে।

অপরদিকে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. রাশেদা সুলতানা বলেন, ১৩ জুন সকাল ৮টা পর্যন্ত বিভাগের ১০ জেলায় ৩৯ হাজার ৬১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে সুস্থ হয়েছেন ৩৩ হাজার ১২ জন এবং মৃত্যুবরণ করেন ৭১৯ জন। তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৬০৬ জনের। সুস্থ হন ১৬৬ জন এবং আট জনের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
চুয়াডাঙ্গায় ৪২ পেরোলো তাপমাত্রা, জনজীবনে হাঁসফাঁস
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ব্রাদার্সের জালে মোহামেডানের ৮ গোল, দিয়াবাতের ৫
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
ইউক্রেনের খারকিভে হামলার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
প্রবাসীদের ফেসবুক আইডি হ্যাক করে কোটিপতি, দুই ভাই গ্রেফতার
সর্বাধিক পঠিত
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
দুর্নীতির অভিযোগ: সাবেক আইজিপি বেনজীরের পাল্টা চ্যালেঞ্জ
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সারা দেশে স্কুল-কলেজ-মাদ্রাসায় ছুটি ঘোষণা
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া
সংঘাত বাড়াতে চায় না ইরান, ইসরায়েলকে জানিয়েছে রাশিয়া