X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

ওমান ম্যাচে পয়েন্টের আশায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০২১, ২২:৩০আপডেট : ১৪ জুন ২০২১, ২২:৩০

শক্তির দিক দিয়ে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে ওমান। তারপরও নিজেদের সেরাটা দিয়ে অসম প্রতিপক্ষের কাছ থেকে পয়েন্ট ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা তপু বর্মণদের। মঙ্গলবার বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ। সেই ম্যাচের আগে নিজেদের প্রস্তুতি ও লক্ষ্যের কথা জানিয়েছেন তপু-বিপলুরা।

গ্রুপে দ্বিতীয় স্থানে ওমান, হেরেছে শুধু কাতারের কাছে। পয়েন্ট টেবিলেও কাতারের পর তাদের অবস্থান। অন্যদিকে বাংলাদেশের অবস্থান তলানিতে। প্রাপ্তি বলতে দুই ড্র।

কাতারের দোহায় জসিম বিন হামাদ স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার আগে দলের প্রত্যাশার কথা শুনিয়েছেন অভিজ্ঞ ডিফেন্ডার তপু। আগের অ্যাওয়ে ম্যাচে ওমানের কাছে ৪-১ গোলে হেরেছিল দল। সেই অভিজ্ঞতা থেকে তপুর ভালোই জানা ওমান সম্পর্কে, ‘ওমান সম্পর্কে ভালো ধারণা আছে আমাদের। কাতার ও আফগানিস্তানের বিপক্ষে ওদের শেষ দুটো খেলা দেখেছি। সেখান থেকে তাদের শক্তি ও দুর্বলতার জায়গা দেখেছি। তা নিয়ে কোচ আমাদের সঙ্গে কাজ করেছেন। তাদেরকে কীভাবে আমরা আটকাবো, তাদের বিপক্ষে কীভাবে আক্রমণ করবো, এগুলো নিয়ে অনেক কাজ করেছি। এছাড়া আগেও খেলেছি তাদের বিপক্ষে।’

দলীয় পারফরম্যান্সে অন্তত ১ পয়েন্ট পাওয়ার আশা আফগানিস্তান ম্যাচে গোল করা এই ডিফেন্ডারের, ‘আমার মনে হয়, দলীয়ভাবে যদি ভালো পারফর্ম করতে পারি, অবশ্যই তাদের থেকে ১ পয়েন্ট নিতে পারবো। যেহেতু এটা আমাদের বাছাইয়ের শেষ ম্যাচ, আপনারা দোয়া করবেন, যাতে আমরা ভালো একটা ফল পেতে পারি।’

আগের লেগে ওমানের বিপক্ষে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। সেই ম্যাচে বিপলু আহমেদ গোল করেছিলেন। এবার অবশ্য কার্ড সমস্যার কারণে খেলতে পারছেন না তিনি। তবে দলের প্রতি শুভকামনা জানিয়েছেন তিনি, ‘ওমানের বিপক্ষে আমাদের যারা খেলবে, তাদের ভালো একটা ধারণা আছে প্রতিপক্ষ সম্পর্কে। এর আগে আমরা যখন ওমানের বিপক্ষে তাদের মাঠে খেলেছি, তখন ৫০ মিনিট গোল খাইনি, কিন্তু পরে সামান্য ভুলের জন্য গোল খেয়েছি। ওই ম্যাচে একটা গোলও করেছিলাম। আমি মনে করি, আমার ওই গোলটি ওমানের বিপক্ষে আমাদের খেলোয়াড়দের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।’

নিজ দলের খেলোয়াড়দের গোল করার সামর্থ্য আছে বলে বিপলুর অভিমত, ‘আমাদের খেলোয়াড়দের গোল করার সামর্থ্য আছে। যদি আমরা সেরা পারফর্ম করতে পারি, কোচ যেভাবে বলে দিয়েছেন, সেটা করতে পারি, তাহলে ইনশাআল্লাহ ওমানের কাছ থেকে ১ পয়েন্ট নিতে পারবো।’

/টিএ/কেআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক