X
শনিবার, ২৭ এপ্রিল ২০২৪
১৪ বৈশাখ ১৪৩১

আর্জেন্টিনার ম্যাচ কখন, দেখবেন কোথায়

স্পোর্টস ডেস্ক
১৪ জুন ২০২১, ২৩:১৭আপডেট : ১৪ জুন ২০২১, ২৩:১৭

আর্জেন্টিনা যখন কোনও টুর্নামেন্ট শুরু করতে ‍যায়, বিশ্বজুড়ে দলটির সমর্থকগোষ্ঠী যেন নতুন করে আবার স্বপ্ন দেখে। গত এক দশকে বেশ কয়েকবার স্বপ্ন সত্যি হয়ে ধরা দেওয়ার ইঙ্গিত দিলেও তীরে গিয়ে তরী ডুবেছে। ২০১৪ বিশ্বকাপ কিংবা ২০১৫ ও ২০১৬ সালের কোপা আমেরিকা- ফাইনালে গিয়ে হতাশায় ডুবতে হয়েছে লিওনেল মেসিদের। অতীতের দায় মেটাতে বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ৩টায় আলবিসেলেস্তেরা নামছে ২০২১ কোপা আমেরিকা অভিযানে।

এবারের লাতিন আমেরিকার ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই হওয়ার কথা ছিল আর্জেন্টিনায়। কিন্তু করোনাভাইরাস শঙ্কায় টুর্নামেন্টটি চলে গেছে ব্রাজিলে। সাম্বার দেশের রিও ডি জেনেইরোর স্তাদিও অলিম্পিক নিলতন সান্তোস স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ চিলি। লাতিন আমেরিকার সঙ্গে সময়ের ব্যবধানের কারণে বাংলাদেশ সময় গভীর রাতে হবে ম্যাচটি। আর কয়েক ঘণ্টার পর রাত ৩টায় মাঠে গড়াবে আর্জেন্টিনা-চিলি ম্যাচটি।

যদিও বাংলাদেশের ফুটবলপ্রেমীদের অনেকেই সময়ের ব্যবধান ঘুচিয়ে রোমাঞ্চকর ম্যাচের আঁচ গায়ে মাখতে প্রস্তুত হচ্ছেন খেলা দেখার। অনেকের আবার জানার আগ্রহ কোথায় দেখা যাবে ম্যাচ? মেসিদের খেলা দেখা যাবে সনি সিক্স ও সনি টেন ২ চ্যানেলে।

গতবারের কোপায় সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছিল আর্জেন্টিনা। আয়োজক ছিল ব্রাজিল। এবারও সেই ব্রাজিলেই নামছে শিরোপা খরা কাটানোর মিশনে। শুরুতেই কঠিন প্রতিপক্ষ চিলি, ২০১৫ ও ২০১৬ সালের ফাইনালে যাদের কাছে হেরে শিরোপা হারিয়েছিল আলবিসেলেস্তেরা।

চিলির সঙ্গে কয়েকদিনের ব্যবধানে আবার দেখা হচ্ছে আর্জেন্টিনার। এবারের আন্তর্জাতিক বিরতিতে লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে খেলেছিল মেসিরা। ঘরের মাঠের ম্যাচটি অবশ্য সুখকর হয়নি তাদের। মেসির গোলে এগিয়ে যাওয়ার পরও ১-১ গোলে ড্র করে পয়েন্ট হারায় তারা। এবারের লড়াইয়ে নিশ্চিতভাবেই এমন ফল চান না আর্জেন্টাইন ভক্তরা!

/কেআর/
সম্পর্কিত
কোপা আমেরিকাতেও আর্জেন্টিনার কোচ থাকছেন স্ক্যালোনি
কোপা আমেরিকাআর্জেন্টিনার গ্রুপে পুরোনো শত্রু
কোপা আমেরিকার ভেন্যু চূড়ান্ত
সর্বশেষ খবর
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
সাদি মহম্মদ: ভাইয়ের কান্না, বন্ধুর স্মৃতি, সতীর্থদের গানে স্মরণ…
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
খালি বাসায় ফ্যানে ঝুলছিল কিশোরী গৃহকর্মীর লাশ
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
গরমে রেললাইন বেঁকে যাওয়ার শঙ্কায় ধীরে চলছে ট্রেন
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
মন্দিরে সেলফি তুলতে গিয়ে প্রদীপে দগ্ধ নারীর মৃত্যু
সর্বাধিক পঠিত
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
পুলিশের সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
সরকারি না হলেও সলিমুল্লাহ কলেজে অধ্যাপক ১৪ জন
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
মৌসুমের সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
এগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
ঈদের ছবিএগিয়েছে ‘ওমর’, চমকে দিলো ‘লিপস্টিক’!
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা
কুষ্টিয়ায় এযাবৎকালের সর্বোচ্চ তাপমাত্রা