X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ে করারোপের প্রস্তাবে শিক্ষার্থী-অভিভাবকরা উৎকণ্ঠায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুন ২০২১, ১৭:০৮আপডেট : ১৭ জুন ২০২১, ১৭:০৮

বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বেসরকারি ব্যবস্থাপনার উচ্চশিক্ষায় ১৫ শতাংশ করারোপের প্রস্তাবে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা সৃষ্টি হয়েছে বলে মন্তব্য করেছেন বিকল্প ধারা বাংলাদেশের সংসদ সদস্য আবদুল মান্নান। প্রস্তাবিত ২০২১-২২ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।

বাজেট গণবান্ধব করতে হলে কিছু ক্ষেত্রে সংশোধন প্রয়োজন উল্লেখ করে লক্ষ্মীপুর-৪ আসনের এই এমপি বলেন, ‘বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আয়ের ওপর ১৫ শতাংশ করারোপের প্রস্তাব করা হয়েছে। এতে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫ লাখ শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট মহলে ব্যাপক উদ্বেগ ও উৎকণ্ঠা সৃষ্টি করেছে। কারণ, বেসরকারি বিশ্ববিদ্যালয় এই বাড়তি কর শিক্ষার্থীদের থেকে আদায় করবে। এতে উচ্চশিক্ষা ব্যয় বাড়বে। বর্তমান পরিস্থিতিতে অনেক অভিভাবকই এই বাড়তি ব্যয় নির্বাহে অক্ষম।’

তিনি বলেন, ‘করোনার প্রভাবে মধ্যবিত্তের আয় কমেছে, বেকার হয়েছে অনেকে। কিন্তু সংসারের খরচ কমেনি। বরং, করোনার মধ্যে সন্তানকে অনলাইনে ক্লাস করার জন্য ইলেকট্রনিক গ্যাজেট কিনতে বাড়তি খরচ করতে হয়েছে। হ্যান্ড সানিটাইজার, মাস্কসহ স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিত্যপণ্যে পরিণত হয়েছে। সেই তুলনায় মধ্যবিত্তদের সুবিধা নিতে আয়কর সীমা বাড়ানো হয়নি। বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ করছি।’

স্বাস্থ্য খাতের সমালোচনা করে তিনি বলেন, ‘স্বাস্থ্য খাত মানুষের ন্যূনতম চাহিদা পুরণে ব্যর্থ হয়েছে। কোভিডের সময় এ খাতের অনেক অনিয়ম ও অসঙ্গতি জনগণ প্রত্যক্ষ করেছে। চলতি অর্থবছরে এডিপির টাকা খরচের সবচেয়ে হতাশার চিত্র দেখা গেছে এ মন্ত্রণালয়ে। এ রকম গুরুত্বপূর্ণ খাতে ব্যয় সক্ষমতার অভাব কোনোভাবেই মেনে নেওয়া যায় না।’

বিকল্প ধারার মহাসচিব মান্নান বলেন, ‘এডিপি বাস্তবায়নের চিত্র হতাশাব্যঞ্জক। ১১ মাসে বাস্তবায়ন হয়েছে মাত্র ৫৮ শতাংশ। বছরের শুরুতে আশানুরূপ খরচ হবে না, আর শেষ দুই/তিন মাসে খরচের হিড়িক পড়বে— এটা যেন রেওয়াজে পরিণত হয়েছে। এ কারণে উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করা যাচ্ছে না।’

জমি কেনার ক্ষেত্রে কালো টাকার  সুযোগ দেওয়ার বিরোধিতা করে তিনি বলেন, ‘এই সিদ্ধান্তের ফলে জমিদাররা আরও বেশি জমির মালিক হবে। আর ভূমিহীনরা আরও বেশি ভূমিহীন হয়ে পড়বে। এতে সমাজে ভারসাম্যহীনতা দেখা দেবে।’ তিনি অর্থনৈতিক অঞ্চল, শেয়ার বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনে কালোটাকা বিনিয়োগের পক্ষে মত দেন।

 

 

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
বিকল্প ধারার নেতৃত্বে বদল আসছে, কাল সংবাদ সম্মেলন
বাবার জানাজায় মাহী বি চৌধুরীরাষ্ট্রীয় মর্যাদা বলে কিছু নাই, আল্লাহ ছাড়া কেউ মর্যাদা দিতে পারে না
বদরুদ্দোজা চৌধুরীর জানাজা কখন-কোথায়?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক