X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

হাজী দানেশে দ্রুত উপাচার্য নিয়োগের আহ্বান

হাবিপ্রবি প্রতিনিধি
১৭ জুন ২০২১, ২৩:৫১আপডেট : ১৭ জুন ২০২১, ২৩:৫১

প্রায় সাড়ে চার মাসেও উপাচার্য নিয়োগ না হওয়ায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে। এ অবস্থায় দ্রুততম সময়ের মধ্যে পূর্ণাঙ্গ উপাচার্য নিয়োগের আহ্বান জানিয়েছে হাবিপ্রবির গণতান্ত্রিক শিক্ষক পরিষদ। বৃহস্পতিবার (১৭ জুন ২০২১) গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. ফাহিমা খানম ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ডা. মো. ফজলুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানানো হয়।

গত জানুয়ারিতে নিয়োগসহ নানা দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি গ্রহণ করেন। সেদিন মধ্যরাতেই (১৩ জানুয়ারি) মেয়াদ শেষ হওয়ার ১৮ দিন আগেই ক্যাম্পাস ত্যাগ করেন সাবেক উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবুল কাসেম। এরপর ৩১ জানুয়ারি অধ্যাপক আবুল কাসেমের উপাচার্যের মেয়াদ শেষ হলে শিক্ষা মন্ত্রণালয় থেকে ২২ ফেব্রুয়ারি রুটিন উপাচার্য হিসেবে দায়িত্ব দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. বিধান চন্দ্র হালদারকে। তখন থেকেই রুটিন উপাচার্য দিয়েই চলছে হাবিপ্রবির একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম। কিন্তু রুটিন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম সচল রাখতে অপারগ হওয়ায় অনেকদিন ধরেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে আসছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে গণতান্ত্রিক শিক্ষক পরিষদ উল্লেখ করে, ‘মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদের কার্যনির্বাহী কমিটি আজ (বৃহস্পতিবার) দুপুর ১২.৩০ ঘটিকায় একযোগে স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে ও অনলাইন প্লাটফর্মে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ে এক সভার আয়োজন করে। সভায় হাবিপ্রবিতে দ্রতততম সময়ে উপাচার্য নিয়োগের আহ্বান জানিয়ে বলা হয়, এ বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ প্রায় সাড়ে চার মাস ধরে নিয়মিত উপাচার্য না থাকায় একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। এ অবস্থায় গণতান্ত্রিক শিক্ষক পরিষদ বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলর মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে দ্রততম সময়ে উপাচার্য নিয়োগের জোর আবেদন জানাচ্ছে। উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সরকারি সিদ্ধান্তকে এ সংগঠন স্বাগত জানাবে। সরকারের নিয়োগ করা উপাচার্যকে সর্বাত্মক সহযোগিতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গণতান্ত্রিক শিক্ষক পরিষদ বদ্ধপরিকর।’

উল্লেখ্য, ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ বিভাগের অধ্যাপক ড. মু. আবুল কাসেমকে চার বছরের জন্য হাবিপ্রবির ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ দেয় সরকার। গত ৩১ জানুয়ারি তার মেয়াদ শেষ হয়। এরপর থেকে বিশ্ববিদ্যালয়টি ভিসিশূন্য রয়েছে।

 

/এমএএ/
সম্পর্কিত
পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় স্থান পেলেন সেই মানিক
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়বিশ্ববিদ্যালয়ের চার কর্মকর্তা ও এক শিক্ষার্থীকে পুলিশে দিলেন বৈষম্যবিরোধীরা
আল-কায়েদার মতো হাছান মাহমুদ ভিডিও বার্তা দিয়েছে: হাসনাত আব্দুল্লাহ
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২ জুলাই, ২০২৫)
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক