X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

শটগান নিয়ে নির্বাচনি এলাকায় ঘোরাফেরা, আটক ১

বরগুনা প্রতিনিধি
১৮ জুন ২০২১, ১১:৫৮আপডেট : ১৮ জুন ২০২১, ২১:৪০

পাথরঘাটা উপজেলা কাকচিড়া ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে আজিম (৪৫) নামের এক ব্যক্তিকে শটগানসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুন) রাতে ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। ওই ইউনিয়নের নৌকার প্রার্থীর দাবি, আটক আজিম হোসেন স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া প্রতীকের সমর্থক।

আটক আজিম হোসেন পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটখালি ইউনিয়নের আলতাফ হোসেনের ছেলে। তিনি বরিশালে বসবাস করেন।

স্থানীয়রা জানান, কাকচিড়া ইউনিয়নের ফকিরহাট (৪ নম্বর ওয়ার্ড) এলাকায় সভা শেষে নৌকার প্রার্থী আলাউদ্দীন পল্টু কর্মী-সমর্থক নিয়ে এলাকায় ফিরছিলেন। এ সময় ওই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) শাহজাহান পাহলানের কর্মী-সমর্থকরাও মোটরসাইকেল মহড়া নিয়ে ওই এলাকা অতিক্রম করে। এ সময় মহড়ার মধ্যে শটগানসহ দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আজিম হোসেনকে আটক করে। পরে তাকে পাথরঘাটা থানায় নিয়ে যাওয়া হয়।

থানার ওসি আবুল বলেন, মোটরসাইকেলে শটগানসহ দেখতে পেয়ে আজিম হোসেনকে আটক করে পুলিশ। তবে তার আগ্নেয়াস্ত্রটি নিবন্ধিত। তিনি নির্বাচনি এলাকায় কেন শটগান নিয়ে ঘুরছিলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাকচিড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলাউদ্দীন পল্টু বলেন, স্বতন্ত্র প্রার্থীর এলাকায় ভোট নেই। এ জন্য তিনি সন্ত্রাসী ভাড়া করে ত্রাস সৃষ্টির চেষ্টা করছেন। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেওয়া তার প্রমাণ। নির্বাচনি প্রচার প্রচারণায় আমি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান পাহলান বলেন, আটক আজিম আমার কর্মী বা সমর্থক নন। এমনকি তিনি আমাদের বহরে ছিলেন না। তাকে আমার সমর্থক বলে প্রচারণা চালিয়ে প্রতিপক্ষ ফায়দা লোটার চেষ্টা করছে।

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক