X
শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪
৬ বৈশাখ ১৪৩১

শটগান নিয়ে নির্বাচনি এলাকায় ঘোরাফেরা, আটক ১

বরগুনা প্রতিনিধি
১৮ জুন ২০২১, ১১:৫৮আপডেট : ১৮ জুন ২০২১, ২১:৪০

পাথরঘাটা উপজেলা কাকচিড়া ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে আজিম (৪৫) নামের এক ব্যক্তিকে শটগানসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুন) রাতে ইউনিয়নের ফকিরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। ওই ইউনিয়নের নৌকার প্রার্থীর দাবি, আটক আজিম হোসেন স্বতন্ত্র প্রার্থীর ঘোড়া প্রতীকের সমর্থক।

আটক আজিম হোসেন পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের কাটখালি ইউনিয়নের আলতাফ হোসেনের ছেলে। তিনি বরিশালে বসবাস করেন।

স্থানীয়রা জানান, কাকচিড়া ইউনিয়নের ফকিরহাট (৪ নম্বর ওয়ার্ড) এলাকায় সভা শেষে নৌকার প্রার্থী আলাউদ্দীন পল্টু কর্মী-সমর্থক নিয়ে এলাকায় ফিরছিলেন। এ সময় ওই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী (ঘোড়া) শাহজাহান পাহলানের কর্মী-সমর্থকরাও মোটরসাইকেল মহড়া নিয়ে ওই এলাকা অতিক্রম করে। এ সময় মহড়ার মধ্যে শটগানসহ দেখতে পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আজিম হোসেনকে আটক করে। পরে তাকে পাথরঘাটা থানায় নিয়ে যাওয়া হয়।

থানার ওসি আবুল বলেন, মোটরসাইকেলে শটগানসহ দেখতে পেয়ে আজিম হোসেনকে আটক করে পুলিশ। তবে তার আগ্নেয়াস্ত্রটি নিবন্ধিত। তিনি নির্বাচনি এলাকায় কেন শটগান নিয়ে ঘুরছিলেন, সে বিষয়ে জিজ্ঞাসাবাদের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কাকচিড়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলাউদ্দীন পল্টু বলেন, স্বতন্ত্র প্রার্থীর এলাকায় ভোট নেই। এ জন্য তিনি সন্ত্রাসী ভাড়া করে ত্রাস সৃষ্টির চেষ্টা করছেন। প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে মহড়া দেওয়া তার প্রমাণ। নির্বাচনি প্রচার প্রচারণায় আমি শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করছি।

এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী শাহজাহান পাহলান বলেন, আটক আজিম আমার কর্মী বা সমর্থক নন। এমনকি তিনি আমাদের বহরে ছিলেন না। তাকে আমার সমর্থক বলে প্রচারণা চালিয়ে প্রতিপক্ষ ফায়দা লোটার চেষ্টা করছে।

 

/টিটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট শেষেই বিজয় মিছিল
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
পোশাকশ্রমিককে ডেকে নিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
ইউক্রেনের অন্তত ৭টি প্যাট্রিয়ট সিস্টেম প্রয়োজন: ন্যাটোকে জেলেনস্কি
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
শিশু হাসপাতালে তিন দিনের ব্যবধানে দুবার আগুন!
সর্বাধিক পঠিত
আমানত এখন ব্যাংকমুখী
আমানত এখন ব্যাংকমুখী
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
বাড়ছে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানি, নতুন যোগ হচ্ছে স্বাধীনতা দিবসের ভাতা
ইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
ইস্পাহানে হামলাইরান ও ইসরায়েলের বক্তব্য অযৌক্তিক: এরদোয়ান
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
উপজেলা চেয়ারম্যান প্রার্থীকে অপহরণের ঘটনায় ক্ষমা চাইলেন প্রতিমন্ত্রী
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!
ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল!