X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৮ আষাঢ় ১৪৩২

অ্যান্টিবডি পাশ কাটিয়ে সংক্রমণ ছড়াতে পারে ডেল্টা ভ্যারিয়েন্ট: গবেষণা

বিদেশ ডেস্ক
১৯ জুন ২০২১, ১৯:৩০আপডেট : ১৯ জুন ২০২১, ১৯:৩০

ভারতের আহমেদাবাদের প্রধান দমকল কর্মকর্তা রাজেশ ভাট অনেকের মতোই মনে করতেন যে, একবার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেলে শরীরে যে অ্যান্টিবডির জন্ম হয় তার ফলে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার সুযোগ খুব কম। কিন্তু দ্বিতীয়বার তিনি এপ্রিলে করোনায় আক্রান্ত হন। প্রথমবার আক্রান্ত হওয়ার ৩০ দিনের মাথায় তিনি দ্বিতীয়বার আক্রান্ত হন।

ভয়াবহ দ্বিতীয় ঢেউয়ের সময় আক্রান্ত হয়ে ভাটকে ১৩দিন হাসপাতালে থাকতে হয়েছিল গুরুতর ফুসফুসের সংক্রমণের জন্য। প্রথমবার করোনায় আক্রান্ত হওয়ার তিনি বাড়িতে কোয়ারেন্টিনে থেকেই সুস্থ হয়েছিলেন।

একবার আক্রান্ত বা টিকা নেওয়ার পর আক্রান্ত না হওয়ার সাধারণ ধারণা থাকাই দ্বিতীয়বার সংক্রমণের ঘটনায় আহমেদাবাদ ও গুজরাটে অনেকেই দ্বিধায় পড়ে গেছেন। যদিও দ্বিতীয় সংক্রমণের ঘটনা খুব বেশি ঘটছে না এবং যারা আক্রান্ত হয়েছেন তাদের সংক্রমণ ছিল মাঝারি।

সম্প্রতি এই বিষয়ে একটি গবেষণা চালিয়েছে গুজরাট বায়োটেকনোলজি রিসার্চ সেন্টার (জিবিআরসি)। তারা কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে এই গবেষণা চালায়। তাদের গবেষণা প্রতিবেদনটি এখনও কোনও জার্নালে প্রকাশিত হয়নি এবং পিয়ার-রিভিউ চলছে। এতে বলা হয়েছে, আগের সংক্রমণ বা টিকা নেওয়ার পর শরীরে যে অ্যান্টিবডির জন্ম হয় সেটিকে পাশ কাটাতে পারে ডেল্টা ভ্যারিয়েন্ট।

গবেষণা অনুসারে, করোনাভাইরাসে ডেল্টা ভ্যারিয়েন্টে দুটি অ্যামিনো এসিড নেই। তাই ভাইরাসের স্পাইক প্রোটিনে ই১৫৬জি রূপান্তরিত হয়। করোনার স্পাইক প্রোটিন মানবদেহে আবদ্ধ থাকা অবস্থায় এই সর্বোচ্চ পরিবর্তনের কথা জানান দেয়। ভ্যারিয়েন্টটিতে এই পরিবর্তনের ফলে তা অ্যান্টিবডিকে পাশ কাটাতে পারে। কারণ অ্যান্টিবডি ভাইরাসের যে প্রতিলিপিকে স্মরণ করতে পারে সেটির সঙ্গে ডেল্টা ভ্যারিয়েন্টের সামঞ্জস্য থাকে না।

তবে বিশেষজ্ঞরা বলছেন, অ্যান্টিবডিকে পাশ কাটিয়ে সংক্রমিত হওয়ার ঘটনা খুব বেশি না। ভারতীয় চিকিৎসক ড. অমিত প্রজাপতি জানান, এপ্রিল-মে মাসে তারা দ্বিতীয়বার আক্রান্ত হওয়া মাত্র একজনকে পেয়েছেন।

তিনি বলেন, আমাদের বিভাগে দুই ডোজ টিকা নেওয়ার পরও আক্রান্ত হওয়া মাত্র একজন রোগী পাওয়া গেছে। তাই এই গবেষণাকে একটি সতর্ক বার্তা হিসেবে দেখা উচিত। যাতে করে অ্যান্টিবডি তৈরি হলেও নিজেদের সুরক্ষার বিষয়টি আমরা যেনও অগ্রাহ্য না করি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

/এএ/
সম্পর্কিত
চীনের প্রভাব মোকাবিলায় ওয়াশিংটনে কোয়াড বৈঠক, প্রশ্নের মুখে ঐক্য
আরও ১৩ জনের করোনা শনাক্ত
তেলেঙ্গানায় ওষুধ কারখানায় বিস্ফোরণে নিহত বেড়ে ৩৬
সর্বশেষ খবর
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
রাজশাহী মহাসড়কে ফেলা হচ্ছে বর্জ্য, তৈরি হচ্ছে পরিবেশ ও স্বাস্থ্যঝুঁকি
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
কেমন কেটেছিল ডিবি হেফাজতে সাত সমন্বয়কের সাত দিন
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
পঞ্চপাণ্ডবহীন এক নতুন শুরু, মিরাজের নেতৃত্বে ওয়ানডে যাত্রা
চট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
‘শাটডাউন’ কর্মসূচির জেরচট্টগ্রাম কাস্টম কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন
ইলিশের দাম নির্ধারণের প্রস্তাবে প্রধান উপদেষ্টার অনুমোদন