X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

সাতক্ষীরা মেডিক্যালে জায়গা নেই, একদিনে ৯ মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি
২২ জুন ২০২১, ১৬:২৭আপডেট : ২২ জুন ২০২১, ১৬:৩৭

সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে নতুন রোগীদের ভর্তি করা হচ্ছে না। বর্তমানে হাসপাতালের ২৫০ বেডের বিপরীতে ২৫৪ জন রোগী ভর্তি আছেন। হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মানস কুমার মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের ধারণ ক্ষমতার বেশি রোগী ভর্তি আছেন। অতিরিক্ত রোগীদের ফ্লোরে ব্যবস্থা করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ অবস্থায় নতুন রোগী ভর্তি করা হচ্ছে না। তবে বেড খালি হওয়া সাপেক্ষে রোগী ভর্তি করা হবে বলে জানান তিনি।

অন্যদিকে বেসরকারি মেডিক্যালেও একই অবস্থা। সাতক্ষীরা ন্যাশনাল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গাজী আবদুল হাফিজ বলেন, হাসপাতালে বেড খালি না থাকায় নতুন রোগীর ভর্তি করা হচ্ছে না। বেড খালি হওয়া সাপেক্ষে রোগী ভর্তিসহ অন্যান্য সেবা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।  

এদিকে মঙ্গলবার (২২ জুন) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিক্যাল কলেজ হাসপাতালসহ কয়েকটি ক্লিনিকের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে একজন ছিলেন করোনা রোগী।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. জয়ন্ত কুমার সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাতক্ষীরার করোনা ডেডিকেটেড মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার রোগী ভর্তি রয়েছেন ২৫৪ জন। এছাড়া ছয়টি ক্লিনিকে করোনা ও উপসর্গ নিয়ে ভর্তি আছেন আরও ১৩৮ জন। এরমধ্যে করোনা পজিটিভ রোগী ৪১ জন। বর্তমানে হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ৭৮৬ জন।

তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৬২ জনের। উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৮১ জনের। এদিকে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ৮৬ জনের করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৪৫.৭৪ শতাংশ।

এদিকে লকডাউনের মধ্যে সাতক্ষীরায় সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থানে থাকায় রাস্তায় ছোট যানবাহন ও মানুষ চলাচল কম করতে দেখা গেছে। করোনার হটস্পট সুলতানপুর বড় বাজার পৃথক করা হয়েছে। লকডাউনের টানা ১৯ দিনে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত সাড়ে ছয় লাখ টাকা জরিমানা আদায় করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
ক্লাব বিশ্বকাপে এমবাপ্পের অভিষেক, জুভেন্টাসকে হারিয়ে শেষ আটে রিয়াল
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
জুলাই নিয়ে পুলিশ সদস্যের ‘আপত্তিকর’ পোস্ট, প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
রংপুরে নাহিদ ইসলামের নেতৃত্বে এনসিপির বিশাল পদযাত্রা
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
মেহেরপুরে রাতে সড়কে ককটেল ফাটিয়ে ডাকাতি
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক
এনবিআরের আরও ৫ শীর্ষ কর্মকর্তার দুর্নীতি অনুসন্ধান করছে দুদক