X
বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪
১২ বৈশাখ ১৪৩১

শিক্ষাপ্রতিষ্ঠানে ফোন-ফেসবুক ব্যবহার বন্ধ করার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২১, ১৭:১৪আপডেট : ২২ জুন ২০২১, ১৭:১৪

শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যান্ড্রয়েড মোবাইল ও ফেসবুক ব্যবহার করতে পারবে না এই মর্মে নীতিমালা প্রণয়ন করা, ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় উসকানিমূলক এবং ধর্মীয় সংঘাত, সম্প্রীতি বিনষ্ট করার মতো স্ট্যাটাস দানকারীকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান করাসহ ১৩ দফা দাবি জানিয়েছে ইউনাইটেড ইসলামিক স্কলার্স ফোরাম।

পাশাপাশি সঠিক তদন্ত সাপেক্ষে হেফাজতে ইসলামের আন্দোলনে সংগঠিত অপরাধের সঙ্গে সংশ্লিষ্টদের দ্রুত বিচার শেষ করা এবং আবেগের বশবর্তী হয়ে যারা হেফাজতের আন্দোলনে শরীক হয় তাদের মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার (২২ জুন) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খা হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি উপস্থাপন করেন ফোরামের মহাসচিব মুফতি মুহাম্মদ মুহিব্বুল্লাহ।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট মুহাম্মদ আজিজুল ইসলাম বলেন, ‘কওমি মাদ্রাসা শিক্ষার মান সমুন্নত রাখার লক্ষ্যে মাদ্রাসার অভ্যন্তরে রাজনৈতিক বা অরাজনৈতিক ভিন্ন কোনও প্লাটফর্ম গঠন করার প্রয়োজনীয়তা নেই।’

আজিজুল ইসলাম বলেন, ‘শিষ্টাচার, উত্তম চরিত্র গঠনের কেন্দ্র এই কওমি মাদ্রাসা।  আজ সেই ইতিহাস-ঐতিহ্য ধুলায় মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত কিছু ব্যক্তি ও গোষ্ঠী। তারা অরাজনৈতিক খোলসে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন সংগঠনের আবির্ভাবের মাধ্যমে হক্কানি আলেম-ওলামাদের মধ্যে বিভক্তি আর চরম মতদ্বৈততা সৃষ্টি করছে।’

সংগঠনটির অন্যান্য দাবির মধ্যে রয়েছে, কওমি মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে ধর্মীয় সংঘাত নির্মূল ও সন্ত্রাসী অপতৎপরতা বন্ধ করা, নৈতিক এবং সামাজিক অবক্ষয় প্রতিরোধকল্পে সচেতনতামূলক দ্বি-মাসিক সভার আয়োজন করা, কওমি মাদ্রাসার শিক্ষকদের জন্য স্বতন্ত্র শিক্ষক প্রশিক্ষণ একাডেমি প্রতিষ্ঠা করা, কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের লক্ষ্যে ইংরেজি ভাষাসহ বিদেশি ভাষা শিক্ষা কোর্স চালু করা, চারিত্রিক ও সামাজিক অবক্ষয় রোধে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সব ধর্মের ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা, শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরে রাজনীতি নিষিদ্ধ করা, শিক্ষাপ্রতিষ্ঠানে অ্যান্ড্রয়েড মোবাইল ও ফেসবুক ব্যবহার করতে পারবে না এই মর্মে নীতিমালা প্রণয়ন করা ইত্যাদি।

কওমি মাদ্রাসাসহ সব শিক্ষাপ্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়ারও দাবি জানানো হয়।

 

/এসও/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩০ মামলার বিচার শেষের অপেক্ষা
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
উপজেলা নির্বাচন: ওসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
মেলায় জাদু খেলার নামে ‘অশ্লীল নৃত্য’, নারীসহ ৫ জন কারাগারে
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
বাংলাদেশ ব্যাংকের চাকরি ছাড়লেন ৫৭ কর্মকর্তা
সর্বাধিক পঠিত
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
সিয়াম-মেহজাবীনের পাল্টাপাল্টি পোস্টের নেপথ্যে…
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
‘মারামারি’র ঘটনায় মিশা-ডিপজলের দুঃখপ্রকাশ
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
মিয়াবতী থেকে পিছু হটলো মিয়ানমারের বিদ্রোহীরা?
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
আজকের আবহাওয়া: কোথায় কেমন গরম পড়বে
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা
‘বয়কট’ করা তরমুজের কেজি ফের ৬০ থেকে ১২০ টাকা