X
বুধবার, ১৭ এপ্রিল ২০২৪
৩ বৈশাখ ১৪৩১

সৌদি আরবে বৃক্ষরোপণ কর্মসূচিতে বাংলাদেশি শ্রমিক নেওয়ার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জুন ২০২১, ২৩:৫৫আপডেট : ২৭ জুন ২০২১, ২৩:৫৫

২০৩০ সালের মধ্যে ১০ বিলিয়ন বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে সৌদি আরব। এই কর্মসূচি বাস্তবায়ন করতে বাংলাদেশ থেকে কৃষি শ্রমিক নেওয়ার জন্য দেশটির কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

রবিবার (২৭ জুন) সৌদি আরবে বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার আল কাসিম প্রদেশের গভর্নর প্রিন্স ফয়সাল বিন মিশাল বিন সউদ বিন আবদুল আজিজের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান বাংলাদেশের রাষ্ট্রদূত।

এ সময় রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেন, ‘আল কাসিম প্রদেশ নানা রকম ফল, সবজি ও খেজুর উৎপাদনের জন্য অত্যন্ত প্রসিদ্ধ। এখানের বিভিন্ন কৃষি খামারে অনেক বাংলাদেশি শ্রমিক কাজ করছেন।’

আল কাসিম প্রদেশের কৃষি খামারে বাংলাদেশ থেকে প্রয়োজনে আরও কৃষি শ্রমিক নিয়োগের জন্য গভর্নরের কাছে আহ্বান জানান তিনি।

এ সময় গভর্নর প্রিন্স ফয়সাল বিন মিশাল বিন সউদ বিন আবদুল আজিজ বলেন, ‘বাংলাদেশ থেকে ব্যবসায়ীরা এসে আল কাসিমে কৃষি পণ্য উৎপাদন ও তার বাণিজ্যিকীকরণ নিয়ে  সেখানকার চেম্বার অব কমার্সের সঙ্গে আলোচনা করতে পারেন। এক্ষেত্রে তার অফিসের সহযোগিতার আশ্বাস দেন গভর্নর।

রাষ্ট্রদূত আল কাসিমের বিভিন্ন মর্গে থাকা বাংলদেশিদের মৃতদেহ দ্রুত দেশে ফেরত পাঠানোর বিষয়ে সহায়তা চাইলে গভর্নর তাৎক্ষণিক তার অফিসকে সংশ্লিষ্ট কফিলদের সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আল কাসিম জেলে প্রায় ৩০ জন বাংলাদেশি বিভিন্ন অপরাধে বন্দি রয়েছেন। এই বন্দিদের মধ্যে যাদের অপরাধ গুরুতর নয়, তাদেরকে সাধারণ ক্ষমার আওতায় মুক্তি দেওয়ার অনুরোধ করেন রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

গভর্নর গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা করে দেখবেন বলে জানান। এছাড়া গভর্নর বাংলাদেশ সরকারের নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং ভাতৃপ্রতিম বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রতি গুরুত্বারোপ করেন।

এর আগে রবিবার সকালে রাষ্ট্রদূত জাবেদ পাটোয়ারী আল কাসিম প্রদেশের পুলিশ প্রধান মেজর জেনারেল আলী বিন হাসান বিন মারদিরের সঙ্গে বৈঠক করেন। রাষ্ট্রদূত বাংলাদেশি কোনও গৃহকর্মী নির্যাতনের শিকার হয়ে পুলিশের সহায়তা চাইলে তাকে দ্রুত সেবা প্রদানের অনুরোধ জানালে পুলিশ প্রধান সহায়তার আশ্বাস দেন। পুলিশ প্রধান আল কাসিমে অবস্থিত বাংলাদেশিদের প্রশংসা করেন। তাদের যেকোনও সমস্যা জানানো হলে সহায়তার আশ্বাস দেন।

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
ইরানের পাল্টা হামলার হুমকিতে মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা
ফিলিস্তিনি জনগণের ওপর হামলা বন্ধ করতে হবে: সৌদি বাদশাহ
দেশে দেশে ঈদুল ফিতরপারিবারিক পুনর্মিলন, নতুন পোশাক, মিষ্টান্ন ও নামাজে উদযাপন
সর্বশেষ খবর
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
সুনামগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
অপরাধে জড়িয়ে পড়া শিশু-কিশোরদের সংশোধনের উপায় কী
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
লেবাননে এক হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
সর্বাধিক পঠিত
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ঘরে বসে আয়ের প্রলোভন: সবাই সব জেনেও ‘চুপ’
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো ১৩ জনের
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
প্রকৃতির লীলাভূমি সিলেটে পর্যটকদের ভিড়
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
চুরি ও ভেজাল প্রতিরোধে ট্যাংক লরিতে নতুন ব্যবস্থা আসছে
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন
উৎসব থমকে যাচ্ছে ‘রূপান্তর’ বিতর্কে, কিন্তু কেন